১। যতীন্দ্রমোহন বাগচীর ‘অন্ধ বধূ’ কবিতার দৃষ্টিহীন বধূটি দিঘির ঘাটে স্নিগ্ধ-শীতল জলে পা ডুবিয়ে বসে থাকত তার মনের ব্যথা ভুলে থাকার জন্য।—উদ্দীপকের অন্ধ বধূটি ‘সুভা’ গল্পের নিচের কোন বাক্যটির ভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক) সাধারণের দৃষ্টিপথ থেকে সুভা নিজেকে গোপন করতে চেষ্টা করত
খ) ঘরে যেদিন কঠিন কথা শুনত, সেদিন সে অসময়েও গোয়ালঘরে যেত, তার মূক বন্ধু দুটির কাছে
গ) মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত প্রতাপকে আশ্চর্য করে দেওয়ার জন্য
ঘ) সুভা তার ডাগর চোখ মেলে মা-বাবার মুখের দিকে তাকিয়ে কী একটা বুঝতে চেষ্টা করত।
২। কোথায় বিধর্মীদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হয়?
ক) হুদায়বিয়া খ) আহযাব
গ) মদিনা ঘ) তায়েফ
৩। ‘একাত্তরের দিনগুলি’ রচনায় কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর দিন কী বার ছিল?
ক) সোমবার
খ) মঙ্গলবার
গ) বুধবার
ঘ) বৃহস্পতিবার
৪। দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ কী ধরনের নাটক?
ক) ঐতিহাসিক
খ) সামাজিক
গ) চক্রান্তমূলক
ঘ) নিরীক্ষাধর্মী
৫। ‘নিমগাছ’ গল্পের ম্যাজিক বাক্য কোনটি?
ক) নিমের হাওয়া ভালো, থাক, কেটো না। খ) বাহ্, কী সুন্দর পাতাগুলি—কী রূপ।—বাহ্।
গ) কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ ঘ) ওদের বাড়ির গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটার ঠিক এক দশা
৬। ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে লেখক আমাদের এতটা অধঃপতনের কারণ হিসেবে কোন বিষয়টিকে চিহ্নিত করেছেন?
ক) ভদ্র সম্প্রদায়ের অত্যাচার
খ) সত্যিকার মানুষের প্রতি অবহেলা
গ) দশ আনা শক্তির সংকোচ-জড়তা
ঘ) আভিজাত্য গর্বিত সম্প্রদায়ের অহমিকাবোধ
৭। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে লেখক কোন কথাটি মানুষকে ভালো করে বোঝাতে বলেছেন?
ক) অর্থসাধনই জীবন সাধনা নয়
খ) কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের কোনো মূল্য নেই
গ) অন্ন-বস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়
ঘ) লোভে পাপ, পাপে মৃত্যু
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর ১. খ ২. খ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. ক।