অধ্যায় ৬
১. উদ্ভিদের রস উত্তোলনের সঙ্গে জড়িত কোনটি?
ক. জাইলেম ভেসেল খ. জাইলেম ফাইবার
গ. সঙ্গীকোষ ঘ. সিভনল
২. ব্যাপনের ক্ষেত্রে—
i. তাপমাত্রা বাড়ালে ব্যাপন হার বাড়ে
ii. বায়ুমণ্ডলের চাপ বাড়লে ব্যাপন হার কমে
iii. মাধ্যমের ঘনত্ব বেশি হলে ব্যাপন হার কম হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
্বপ্না পড়ার ঘরে অ্যারোসল স্প্রে করার পর পাশের ঘর থেকে তার মা গন্ধ পেয়ে দরজা বন্ধ করতে বললেন।
৩. কোন প্রক্রিয়ায় মা গন্ধ পেলেন?
ক. ব্যাপন খ. অভিস্রবণ
গ. প্রস্বেদন ঘ. ইমবাইবিশন
৪. অভিস্রবণের জন্য প্রয়োজন—
i. দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ
ii. একটি বৈষম্যভেদ্য ঝিল্লি
iii. একটি অভেদ্য ঝিল্লি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. উদ্ভিদ মূলরোমের সাহায্যে পানি শোষণ করে কোন প্রক্রিয়ায়?
ক. শ্বসন খ. ব্যাপন
গ. অভিস্রবণ ঘ. ইমবাইবিশন
৬. কোনটির ওপর বীজের অঙ্কুরোদগমের সাফল্য নির্ভর করে?
ক. ব্যাপন খ. অভিস্রবণ
গ. প্রস্বেদন ঘ. শ্বসন
৭. প্রস্বেদন কত প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৮. কোনটি পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে?
ক. সূর্যালোক খ. কিউটিকল
গ. রক্ষীকোষ ঘ. প্যালিসেড কে
৯. কোনটির কারণে লবণের দ্রবণে আঙুর রাখলে চুপসে যায়?
ক. ব্যাপন খ. অন্তঃঅভিস্রবণ
গ. বহিঃঅভিস্রবণ ঘ. ইমবাইবিশন
অনুচ্ছেদটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অঙ্কুরোদগমের জন্য গনি মিয়া কিছু গমের বীজ চটের বস্তায় ভরে মুখ বন্ধ করে ঘরের এক কোনায় রেখে দেন। দুই-তিন দিন পর বস্তা খুলতে গিয়ে তিনি লক্ষ করলেন বীজগুলো অনেক গরম হয়ে উঠেছে।
১০. বীজ গরম হয়ে ওঠার করণ কী?
ক. শ্বসন খ. ব্যাপন
গ. অভিস্রবণ ঘ. ইমবাইবিশন
সঠিক উত্তর
অধ্যায় ৬: ১.ক ২.ঘ ৩.ক ৪.ক ৫.গ ৬.খ ৭.খ ৮.গ ৯.গ ১০.ক
সুত্রঃ প্রথম আলো ।