২৫ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত
আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
দেশের চলমান ছাত্র আন্দোলনের কারণে এইচএসসি ও সমমানের আগামী ২১ জুলাই, ২৩ জুলাই ও ২৫ জুলাইয়ের সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করেছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ জুলাই থেকে পূর্ব ঘোষিত পরীক্ষাগুলোর অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৮ জুলাই) আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ঘটনায় এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।