ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি - বাংলা (৮) কারক
কারক
পদগুলোর কারক ও বিভক্তি নির্ণয়ঃ
১. অর্থ অনর্থ ঘটায়— কর্মে শূন্য।
২. অন্ধজনে দেহ আলো— সম্প্রদানে সপ্তমী।
৩. অন্নহীনে অন্ন দাও— সম্প্রদানে সপ্তমী।
৪. আকাশ মেঘে ঢাকা— অধিকরণে শূন্য।
৫. আমার ভাত খাওয়া হলো না— কর্মে শূন্য।
৬. আমার খাওয়া হলো না— কর্তৃকারকে ষষ্ঠী।
৭. আকাশে চাঁদ উঠেছে— অধিকরণে সপ্তমী।
৮. ইট–পাথরের বাড়ি বেশ শক্ত— করণে ষষ্ঠী।
৯. ইটের বাড়ি সহজে ভাঙে না— করণে ষষ্ঠী।
১০. এ কলমে ভালো লেখা হয়— করণে সপ্তমী।
১১. এ জমিতে সোনা ফলে— অধিকরণে সপ্তমী।
১২. এ কলমে বেশ লেখা যায়— করণে সপ্তমী।
১৩. কান্নায় শোক মন্দীভূত হয়— অধিকরণে সপ্তমী।
১৪. কাচের জিনিস সহজে ভাঙে— করণে ষষ্ঠী।
১৫. কাননে কুসুম কলি সকলি ফুটিল— অধিকরণে সপ্তমী।
১৬. কৃষক লাঙল চষছে— করণে শূন্য।
১৭. কাজে মন দাও— কর্মে সপ্তমী।
১৮. রেলগাড়ি স্টেশন ছাড়ল— অপাদানে শূন্য।
১৯. গগনে গরজে মেঘ ঘন বরষা— অধিকরণে সপ্তমী।
২০. গাঁয়ে মানে না আপনি মোড়ল— কর্তৃকারকে সপ্তমী।
২১. গরুতে গাড়ি টানে— কর্তৃকারকে সপ্তমী।
২২. গুরুজনে কর ভক্তি— কর্মে সপ্তমী।
২৩. গৃহহীনে গৃহ দাও— সম্প্রদানে সপ্তমী।
২৪. গগনে গরজে মেঘ— কর্তৃকারকে শূন্য।
২৫. ঘোড়ায় গাড়ি টানে— কর্তৃকারকে সপ্তমী।
২৬. ফুলেতে ভ্রমর এলো গুনগুনিয়ে— অধিকরণে সপ্তমী।
২৭. ছাদ থেকে নদী দেখা যায়— অধিকরণে পঞ্চমী।
২৮. ছাদে বৃষ্টি পড়ে— অধিকরণে সপ্তমী।
২৯. ছেলেটি অঙ্কে কাঁচা— অধিকরণে সপ্তমী।
৩০. ছাগলে কী না খায়— কর্তৃকারকে সপ্তমী।
৩১. জলকে চল— নিমিত্তার্থে চতুর্থী।
৩২. জল পড়ে পাতা নড়ে— কর্তৃকারকে শূন্য।
৩৩. জমিতে সোনা ফলে— অধিকরণে সপ্তমী।
৩৪. জলের লিখন থাকে না— করণে ষষ্ঠী।
৩৫. জীবে দয়া করে সাধুজন— সম্প্রদানে সপ্তমী
৩৬. জ্ঞানে বিমল আনন্দ হয়— করণে সপ্তমী
৩৭. জেলে মাছ ধরে— কর্তৃকারকে শূন্য
৩৮. জলে কুমির ডাঙায় বাঘ— অধিকরণে সপ্তমী
৩৯. ঝিনুকে মুক্তা আছে— অধিকরণে সপ্তমী
৪০. টাকায় কী না হয়! — করণে সপ্তমী
৪১. ট্রেনটি ঢাকা ছেড়েছে— অপাদানে শূন্য
৪২. টাকার লোভ ভালো নয়— সম্বন্ধে ষষ্ঠী
৪৩. ডাক্তার ডাকো— কর্মে শূন্য
৪৪. তিনি ব্যাকরণে পণ্ডিত— অধিকরণে সপ্তমী
৪৫. তিলে তৈল হয়— অপাদানে সপ্তমী
৪৬. তিনি হজে গেছেন— নিমিত্তার্থে সপ্তমী
৪৭. তিনি বাড়ি নেই— অধিকরণে শূণ্য
৪৮. তারা ফুটবল খেলে— করণে শূন্য
৪৯. দশে মিলে করি কাজ— কর্তৃকারকে সপ্তমী
৫০. দুধে ছানা হয়— অপাদানে সপ্তমী
৫১. দরিদ্রকে ধন দাও— সম্প্রদানে চতুর্থী
৫২. ধোপাকে কাপড় দাও— কর্মে দ্বিতীয়া
৫৩. ধান থেকে চাউল হয়— অপাদানে পঞ্চমী
৫৪. ধনী দরিদ্রকে ঘৃণা করে— কর্মে দ্বিতীয়া
৫৫. দেশের জন্য প্রাণ দাও— সম্প্রদানে ষষ্ঠী
৫৬. দিব তোমাকে শ্রদ্ধা ভক্তি— সম্প্রদানে শূন্য
৫৭. নতুন ধান্যে হবে নবান্ন— করণে সপ্তমী
লেখা : মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী
তথ্য সূত্র : https://www.prothomalo.com/education/study/sk5bg34n2u