ব্যবসায় উদ্যোগ ৫ম অধ্যায়
১. ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য কী?
ক উৎপাদন
খ বাজারজাতকরণ
গ মুনাফা অর্জন
● চুক্তি
২. ব্যবসায়ে পণ্যের ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা হয় কেন?
● মালিকের অধিকার প্রতিষ্ঠার জন্য
খ পণ্যের বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে
গ ঝুঁকি এড়ানোর জন্য
ঘ প্রতিযোগিতা মোকাবিলা করার উদ্দেশ্যে
√নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
ঢাকার শনির আখড়ার বাসিন্দা জনাব হাবিব একটি ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। এছাড়া তিনি বিদেশ থেকে একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে নানা রকম ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী আমদানি করেন। সরবরাহকারী প্রতিষ্ঠান উক্ত পণ্য বাংলাদেশের সমুদ্র বন্দর চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে দেন। মাল আনয়নের ঝুঁকি এড়ানোর জন্য একটি বিমা করা হয়।
৩. উদ্দীপকে কে বিমাগ্রহীতা হবেন?
ক উৎপাদনকারী
● সরবরাহকারী
গ আমদানিকারক
ঘ বন্দর কর্তৃপক্ষ
৪. উদ্দীপকের ব্যবসায়টি বিমা করার ফলে-
i. নির্দিষ্ট ঝুঁকি দূর হবে
ii. সামুদ্রিক দুর্ঘটনা হ্রাস পাবে
iii. ক্ষতিপূরণ পাবার নিশ্চয়তা থাকবে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
● i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৫. ফ্রানসাইজিং ব্যবসায়ের উপকারিতা কোনটি?
ক প্রচুর মুনাফা
খ অধিক বিনিয়োগ
● মানসম্মত পণ্য বিক্রয়
ঘ কঠোর তদারকি
৬. বাংলাদেশে মেধাসম্পদ দিবস কত তারিখে পালিত হয়?
ক ২৬ মে
● ২৮ এপ্রিল
গ ২৭ এপ্রিল
ঘ ২৬ এপ্রিল
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
মি. ফয়সাল বরিশাল থেকে ঢাকা আসার পথে লঞ্চ ডুবিতে মারা গেল। একটি বিমা কোম্পানি তার পূর্বে গৃহীত বিমা পলিসি বাবদ ১০ লক্ষ টাকা পরিশোধ করায় তার পরিবারের আর্থিক অনিশ্চয়তা কিছুটা লাঘব হয়।
৭. মি. ফয়সাল এর গৃহীত বিমা কোনটি?
ক দুর্ঘটনা বিমা
খ নৌ বিমা
● জীবন বিমা
ঘ বিশ্বস্বতা বিমা
৮. মি. ফয়সালের বিমার ক্ষেত্রে প্রযোজ্য হবে-
i. এটি ক্ষতিপূরণের চুক্তি
ii. এটি সবচেয়ে জনপ্রিয়
iii. মৃত্যু না হলেও অর্থ পাবেন
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
● ii ও iii
ঘ i, ii ও iii
৯. মানুষ ব্যবসায় করে কেন? (অনুধাবন)
ক সুনাম বৃদ্ধির জন্য
● জীবিকা অর্জনের জন্য
গ ক্ষমতা লাভের জন্য
ঘ ঝুঁকি গ্রহণের জন্য
১০. সকল ব্যবসায় দেশের প্রচলিত আইন দ্বারা কী হতে হয়? (জ্ঞান)
ক শুধু স্বীকৃত
খ শুধু বৈধ
● স্বীকৃত ও বৈধ
ঘ আইনের দরকার হয় না
১. নেতৃত্বের প্রকারভেদ কয়টি?
ক ২
খ ৩
● ৪
ঘ ৫
২. ব্যবস্থাপনা হলো-
ক ক্রেতাকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করার কৌশল
খ উৎপাদনকারীর কাছ থেকে ক্রেতার নিকট পণ্য পৌঁছে দেওয়া
● কৌশলে অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়া
ঘ বাজারের চাহিদা যাচাইয়ের জন্য পদক্ষেপ গ্রহণ
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
“ধানসিড়ি ডিপার্টমেন্টাল স্টোর” স্থাপনের পূর্বে জনাব তাহসিন কতকগুলো অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করেন। যেমন- কোথায় এটি স্থাপন করবেন, কাকে দিয়ে পরিচালনা করবেন, অর্থসংস্থান কীভাবে হবে ইত্যাদি। এতে তার বিভিন্ন কর্মকাণ্ডে সময় ক্ষেপণ কম হয়। বর্তমানে তিনি সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করছেন।
৩. “ধানসিড়ি ডিপার্টমেন্টাল স্টোর” স্থাপনের পূর্বে জনাব তাহসিনের কাজটি নিম্নের কোনটির সাথে সংগতিপূর্ণ?
● পরিকল্পনা
খ বাজার চাহিদা
গ প্রকল্প নির্বাচন
ঘ সংগঠন
৪. ব্যবসায় স্থাপনের ক্ষেত্রে তাহসিনের পদক্ষেপটি
i. লক্ষ্য অর্জনের সহায়ক হবে
ii. কাজের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে
iii. ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন ঘটাবে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৫. ব্যবস্থাপনার ১ম কাজ কোনটি?
ক কর্মীসংস্থান
● পরিকল্পনা
গ সংগঠিতকরণ
ঘ নির্দেশনা দান
৬. বদমেজাজী ও অসৎ কর্মচারী অপসারণ ব্যবস্থাপনার কোন অংশের আওতাভুক্ত?
ক নির্দেশনা দান
● কর্মীসংস্থান
গ নিয়ন্ত্রণ
ঘ সংগঠিতকরণ
৭. সাধারণত ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহের প্রধান উৎস কোনটি? [স. বো. ’১৫]
ক নিজস্ব তহবিল
খ আত্মীয়স্বজন
● বাণিজ্যিক ব্যাংক
ঘ কৃষি ব্যাংক
৮. মানবসভ্যতার ক্রমবিকাশের সাথে নিচের কোনটির সহ-সম্পর্ক রয়েছে? (জ্ঞান)
ক মানবসম্পদের
● ব্যবস্থাপনার উৎপত্তির
গ পরিকল্পনার
ঘ নিয়ন্ত্রণের
৯. শুরুতে ব্যবস্থাপনা কোন ভিত্তিক ছিল? (জ্ঞান)
ক সমাজ
খ রাষ্ট্র
● পরিবার
ঘ ব্যক্তিক
১০. সভ্যতার বিকাশের সাথে সাথে ব্যবস্থাপনার কী বৃদ্ধি পেয়েছে? (জ্ঞান)
● ক্ষেত্র
খ সীমাবদ্ধতা
গ নবায়ন
ঘ সুবিধা
Source- courstika