নবম-শ্রেণি - পদার্থবিজ্ঞান - ভৌত রাশি এবং পরিমাপ
২৩। ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে?
উত্তর : প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট-তার পরিমাণকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক।
২৪। ভার্নিয়ার স্কেল কী?
উত্তর : মূল বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য প্রধান স্কেলের পাশে আর একটি সচল স্কেল ব্যবহার করা হয়। একে ভার্নিয়ার স্কেল বলে।
২৫। স্টপওয়াচ কখন ব্যবহার করা হয়?
উত্তর : ক্ষুদ্র সময়ের ব্যবধান পরিমাপের জন্য স্টপওয়াচ ব্যবহার করা হয়।
২৬। বৈজ্ঞানিক প্রতীক কাকে বলে?
উত্তর : কোনো সংখ্যাকে ১০-এর যে কোনো ঘাত এবং ১ থেকে ১০-এর মধ্যে অপর সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করা হলে তাকে বৈজ্ঞানিক প্রতীক বলে।
২৭। একটি স্ক্রু গজে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ১০০ এবং পিচ ১ মিমি এটির লঘিষ্ঠ গণন কত?
উত্তর : ০.০১ মিমি
২৮। ১ মিটারে কত সেন্টিমিটার?
উত্তর : ১০০ সেন্টিমিটার
২৯। মিটার স্কেল ব্যবহার করে কত পর্যন্ত সঠিকভাবে মাপা যায়?
উত্তর : মিলিমিটার পর্যন্ত।
৩০। পিয়েরে ভার্নিয়ারের পেশা কি ছিল?
উত্তর : গণিতবিদ।
৩১। লঘিষ্ঠ গণনকে কি দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর : LC
৩২। লঘিষ্ট গণন কাকে বলে?
উত্তর : বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘুরালে এর প্রান্ত বা স্ক্রুটি যতটুকু সরে আসে তাকে বলা হয় যন্ত্রের লঘিষ্ঠ গণন।
৩৩। ভার্নিয়ারের কোনো দাগ যদি প্রধান স্কেলের কোনো দাগের সঙ্গে মিলে যায় বা দাগের সবচেয়ে কাছাকাছি থাকে তবে ওই দাগকে কি বলে?
উত্তর : ভার্নিয়ার সমপাতন।
৩৪। তুলা যন্ত্রে কয়টি পাল্লা থাকে?
উত্তর : দুটি।
৩৫। সময় কি রাশি?
উত্তর : মৌলিক।
৩৬। দীপন তীব্রতা কি মৌলিক রাশি?
উত্তর : হ্যাঁ।
৩৭। যেসব রাশি স্বাধীন অর্থাৎ অন্য রাশির ওপর নির্ভর করে না তাকে কী বলে?
উত্তর : মৌলিক রাশি।
৩৮। পরিমাপের ক্ষেত্রে কয় ধরনের ক্রুটি থাকতে পারে?
উত্তর : তিন।
৩৯। কোন স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ৫০ এবং পিচ যদি 1/2 মি.মি. হয় তবে উক্ত যন্ত্রের লঘিষ্ঠ গণন কত হবে?
উত্তর : ০.০১ মি.মি.
৪০। দৈব ত্রুটির প্রত্যাশিত মান কত?
উত্তর : 0
৪১। পর্যবেক্ষকের কারণে পাঠে যে ত্রুটি আসে তাকে কী বলে?
উত্তর : যান্ত্রিক ত্রুটি।
৪২। স্থান কাকে বলে?
উত্তর : ইউক্লিডের মতে “আমাদের চারপাশে যা আছে সবই স্থান”। নিউটনের মতে “স্থান হচ্ছে ত্রিমাত্রিক এক বিস্তৃতি”।
৪৩। কাল কাকে বলে?
উত্তর : যা নিজস্ব ধারায় প্রবাহিত হয়। কোনো বস্তু বা ঘটনার দ্বারা প্রবাহিত হয় না, যার কোনো শুরু বা শেষ নেই তাই হচ্ছে কাল বা সময়।
৪৪। ভৌত রাশি কাকে বলে?
উত্তর : এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে ভৌত রাশি বলে।
৪৫। মাত্রা কাকে বলে?
উত্তর : কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোকে সূচককে রাশিটির মাত্রা বলে।
সূত্র: যুগান্তর