দশম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)
৫১. O₂সমৃদ্ধ রক্ত পরিবহন করে কোন নালি?
ক. শিরা খ. ধমনি
গ. উপশিরা ঘ. মহাশিরা
৫২. CO₂ যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে আসে কোনটি?
ক. পালমোনারি ধমনি
খ. কৈশিক জালিকা
গ. কৈশিক ধমনি
ঘ. উপশিরা
৫৩. অ্যালভিওলাস থেকে কোন প্রক্রিয়ায় অক্সিজেন কণিকা জালিকায় প্রবেশ করে?
ক. শোষণ খ. ব্যাপন
গ. রেচন ঘ. পরিবহন
৫৪. একজন সুস্থ মানুষের দেহে প্রতি মিনিটে কতবার হৃৎস্পন্দন হয়?
ক. ৬০-১০০ বার খ. ৫০-৬০ বার
গ. ৮০-৯০ বার ঘ. ৪০-৫০ বার
৫৫. RBC-এর পূর্ণরূপ কী?
ক. Red Blood cuter
খ. Red Blood cell
গ. Red Blood corner
ঘ. Rapping Blood cell
৫৬. রক্তের জৈব পদার্থ কোনটি?
ক. Na খ. K
গ. Ca ঘ. NH3
৫৭. অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে কোনটি?
ক. ধমনি ও পালমোনারি ধমনি
খ. শিরা ও পালমোনারি শিরা
গ. ধমনি ও পালমোনারি শিরা
ঘ. শিরা ও ধমনি
৫৮. মানুষের মস্তিষ্কের ধমনিতে রক্ত সরবরাহ বন্ধ হলে নিচের কোন ঘটনা ঘটে?
ক. রক্তচাপ বেড়ে যায়
খ. হার্ট অ্যাটাক হয়
গ. স্ট্রোক হয়
ঘ. রক্তপাত হয়
৫৯. লোহিত রক্তকণিকা কোথায় সঞ্চিত থাকে?
ক. প্লীহা খ. যকৃৎ
গ. হৃৎপিণ্ড ঘ. পাকস্থলী
৬০. কোনটির জন্য রক্তের রং লাল দেখায়?
ক. লাল রঞ্জক খ. ক্রোমোপ্লাস্ট
গ. হিমোগ্লোবিন ঘ. নিউক্লিয়াস
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৫১.খ ৫২.ক ৫৩.খ ৫৪.ক ৫৫.খ ৫৬.ঘ ৫৭.গ ৫৮.গ ৫৯.ক ৬০.গ
সুত্রঃ প্রথম আলো ।