দশম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
১. সর্বপ্রথম জীবনের উৎপত্তি হয়েছিল?
ক. সমুদ্রে খ. ঝরনায়
গ. নদীতে ঘ. পুকুরে
২. সাধারণত ছেলেমেয়েদের কত বছর সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে?
ক. ১০-১২ খ. ১০-১৫
গ. ১১-১৯ ঘ. ১২-২০
৩. বয়ঃসন্ধিকালে যেসব পরিবর্তন ঘটে, তার জন্য দায়ী কোনটি?
ক. হরমোন খ. সাইটোপ্লাজম
গ. প্রোটোপ্লাজম ঘ. গলজি দ্রব্য
৪. বয়ঃসন্ধিকালে ছেলেদের শরীরের বিভিন্ন পরিবর্তনের জন্য কোন হরমোন দায়ী?
ক. টেস্টোস্টেরন খ. ইস্ট্রোজেন
গ. প্রজেস্টেরন ঘ. ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন
৫. বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের জন্য মেয়েদের বয়স কমপক্ষে কত বছর?
ক. ১৮ খ.১৯
গ. ২০ ঘ. ২১
৬. সেক্স ক্রোমোজোম কত জোড়া?
ক. ১ জোড়া খ. ২ জোড়া
গ. ২১ জোড়া ঘ. ২২ জোড়া
৭. কন্যাসন্তান জন্মের জন্য দায়ী কে?
ক. পিতা খ. মাতা
গ. শুক্রাণু ঘ. ডিম্বাণু্
৮. কোন কোন ক্রোমোজোমের মিলনে কন্যাসন্তান হয়?
ক. x ও y খ. x ও x
গ. y ও y ঘ. x ও z
৯. ছেলে সন্তানের জন্য কোন কোন ক্রোমোজোমের মিলন ঘটে?
ক. x ও x খ. x ও y
গ. y ও y ঘ. y ও z
১০. পৃথিবীর উৎপত্তির ঘটনাপ্রবাহকে কী বলে?
ক. অভিব্যক্তি খ. ইভোলিউশন
গ. জৈব অভিব্যক্তি ঘ. রাসায়নিক অভিব্যক্তি
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১.ক ২.গ ৩.ক ৪.ক ৫.ক ৬.ক ৭.ক ৮.খ ৯.খ ১০.ঘ
সুত্রঃ প্রথম আলো ।