ব্যবসায় উদ্যোগ - ৩য় অধ্যায় - এমসিকিউ -৩
ব্যবসায় উদ্যোগ ৩য় অধ্যায়
১. দেশের মোট শ্রমশক্তির পরিমাণ কত?
ক. ২ কোটি ৬৭ লক্ষ
খ. ৩ কোটি ৬৭ লক্ষ
গ. ৪ কোটি ৬৭ লক্ষ
√ঘ. ৫ কোটি ৬৭ লক্ষ
২. কোন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল?
ক. সরকারি চাকরি
খ. বেসরকারি চাকরি
√গ. আত্মকর্মসংস্থান
ঘ. আধা-সরকারি চাকরি
৩. বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এদেশে কাজের সুযোগ সৃষ্টি না হওয়ার কারণ কী?
ক. জনসংখ্যার দ্রুত বৃদ্ধি
খ. অর্থনৈতিক পশ্চাৎপদতা
গ. অপরিকল্পিত উন্নয়ন
√ঘ. উপরের সবগুলো
৪. বাংলাদেশে গত দু’দশকে চাহিদার তুলনায় কর্মসংস্থানের তেমন সুযোগ হয় নি কেন?
√ক. অর্থনৈতিক অনগ্রসরতার কারণে
খ. চাকরির প্রতি অনীহা
গ. ব্যবসায় বাণিজ্যের সমৃদ্ধি
ঘ. কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন
৫. হাফিজুর রহমান কত সালে জাহাজে কাজ শুরু করেন?
ক. ১৯৮০ সালে
খ. ১৯৮৭ সালে
গ. ১৯৯০ সালে
√ঘ. ২০০০ সালে
৬. সপ্তাহে হাফিজুর রহমানের জমিতে কী পরিমাণ করলা জন্মে?
ক. ৫ মণ
√খ. ৭ মণ
গ. ৯ মণ
ঘ. ১১ মণ
৭. পতিত জমি চাষের মাধ্যমে কী বৃদ্ধি পায়?
ক. শিল্প
খ. পুঁজি
গ. আয়
√ঘ. উৎপাদন
৮. হাফিজ কেন চাকরিতে ইস্তফা দিলেন?
ক. ভালো চাকরি পাওয়ায়
√খ. বেতন অনেক কম হওয়ায়
গ. কাজ অনেক কঠিন বিধায়
ঘ. অনেক কষ্টের কাজ বিধায়
Source- courstika