ফিনান্স ও ব্যাংকিং - ১০ম অধ্যায় MCQ
১. বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি?
● লকার ভাড়া
খ বিমা প্রিমিয়াম
গ শুল্ক ও কর
ঘ নিরীক্ষকের বিল
২. প্রাতিষ্ঠানিক পরিচালনায় বাণিজ্যিক ব্যাংক-
i. প্রচারকার্যে ব্যয় করে
ii. সঞ্চয়ী হিসাবে জমানো অর্থের উপর মুনাফা দেয়
iii. শিক্ষানবিশ সেলামি প্রদান করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩ নং প্রশ্নের উত্তর দাও :
পোশাক ব্যবসায়ী রফিক সাহেব নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্যের সাথে যুক্ত। তার
ব্যবসার প্রয়োজনে সর্বদা বাণিজ্যিক ব্যাংকের সহায়তা গ্রহণ করেন।
৩. বাণিজ্যিক ব্যাংক রফিক সাহেবের পক্ষে-
i. বিদেশি ক্রেতা-বিক্রেতার দেনা-পাওনা পরিশোধে সহায়তা করে
ii. প্রত্যয়পত্র ইস্যু করে
iii. মুনাফা বণ্টন করে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৪. কোনটি বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য?
● কর্মসংস্থান সৃষ্টি
খ জনকল্যাণ
গ সম্পদের সুষম বণ্টন
ঘ বিনিময়ের মাধ্যমে
৫. কোন ব্যাংক খঈ প্রদান করে?
● বাণিজ্যিক ব্যাংক
খ কেন্দ্রীয় ব্যাংক
গ শিল্প ব্যাংক
ঘ কৃষি ব্যাংক
৬. কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রবাজার নিয়ন্ত্রণে সাহায্য করে-
ক বিনিয়োগ ব্যাংক
খ শিল্প ব্যাংক
গ সমবায়
● বাণিজ্যিক ব্যাংক
৭. যন্ত্রপাতি ক্রয়ে ঋণ দিয়ে থাকে কোন ব্যাংক?
● বাণিজ্যিক ব্যাংক
খ ভোক্তাদের ব্যাংক
গ শ্রমিক ব্যাংক
ঘ সঞ্চয়ী ব্যাংক
৮. বাণিজ্যিক ব্যাংকের মূলধনের একটি গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস কোনটি?
● আমানত
খ পরিশোধিত মূলধন
গ সংরক্ষিত তহবিল
ঘ লকার ভাড়া
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
জনাব হাসান ও তাঁর তিন বন্ধু ব্যবসায়ীদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করে নতুন একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে চান। এ ব্যাপারে তাঁরা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রজন্ম ব্যাংক নামে একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুললেন। উদ্যোক্তারা এখন মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন।
৯. প্রজন্ম ব্যাংক প্রতিষ্ঠার জন্য কার অনুমতি নিয়েছেন?
ক সরকারের
খ সোনালী ব্যাংকের
গ শিল্প ব্যাংকের
● বাংলাদেশ ব্যাংকের
১০. প্রজন্ম ব্যাংক সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে পারে-
i. আমানত সৃষ্টির মাধ্যমে
ii. কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে
iii. ব্যবসায়ীদের ঋণ প্রদান করে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
Source- courstika