ফিনান্স ও ব্যাংকিং ৯ম অধ্যায় mcq
১. রাজশাহীর কোন অঞ্চলের রেশম উৎপাদন কার্যক্রমে কোন ধরনের ব্যাংক নিয়োজিত?
ক দেশি ব্যাংক
খ ভোক্তাদের ব্যাংক
গ জাতীয় ব্যাংক
● আঞ্চলিক ব্যাংক
২. মুদ্রাবাজার নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা হলো-
i. সরকারকে সহায়তা দেয়া
ii. কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করা
iii. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
ক i
খ ii
● i ও ii
ঘ i ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
সম্প্রতি আমাদের দেশের গ্রামে-গঞ্জে মহিলা উদ্যোক্তাদের সুবিধার্থে ‘ইকো ব্যাংকিং’ নামে একটি মহিলা ব্যাংকিং কার্যক্রম নতুনভাবে চালু করার কথা ভাবছেন।
৩. মহিলাদের জন্য বিশেষ এই ব্যাংকিং কার্যক্রম কোন ব্যাংকিং শ্রেণিবিভাগের অন্তর্গত?
ক কাঠামোভিত্তিক
খ মালিকানাভিত্তিক
গ নিয়ন্ত্রণভিত্তিক
● বিশেষ মক্কেলভিত্তিক
৪. মহিলাদের এই বিশেষায়িত ব্যাংক স্থাপনের মূল উদ্দেশ্য কী?
ক জীবনধারণের মানোন্নয়ন করা
● মহিলাদের সঞ্চয়ে উৎসাহিত করা
গ পৃথক ব্যাংকিং সিস্টেম চালু করা
ঘ মহিলাদেরকে আত্মকর্মসংস্থানের উৎসাহ দেওয়া
৫. সরকারের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কোনটি?
● দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা
খ জীবনযাত্রার মানোন্নয়ন
গ সামাজিক অবদান
ঘ উপদেষ্টা ও পরামর্শদাতা
৬. ব্যাংক ব্যবসার অপরিহার্য নীতি কোনটি?
ক নিরাপত্তার নীতি
● মুনাফার নীতি
গ তারল্য নীতি
ঘ দক্ষতার নীতি
৭. যুগের পরিবর্তনের সাথে সাথে কোন ব্যবসায়ের আকার, আকৃতি, উদ্দেশ্য ও গঠনে পরিবর্তন সাধিত হয়েছে? (জ্ঞান)
● ব্যাংকিং ব্যবসায়ের
খ অংশীদারি ব্যবসায়ের
গ পাইকারি ব্যবসায়ের
ঘ খুচরা ব্যবসায়ের
৮. কোন ব্যবস্থাটি ব্যাংকিং ব্যবসায়ের আধুনিকতার ছোঁয়া এনে দিয়েছে? (অনুধাবন)
● ইলেকট্রনিক ব্যাংকিং
খ এনি ব্রাঞ্চ
গ মনিটরিং
ঘ ফোন
৯. কোন ধরনের ব্যাংকিং সেবা গ্রাহকদের কাছে বর্তমানে অধিক আলোচ্য বিষয়? (অনুধাবন)
ক ঋণের সুবিধা
খ বিলাসবহুল
গ বৈদেশিক বিনিময়
● ইলেকট্রনিক ব্যাংকিং সেবা
১০. বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ব্যাংকিং সেবাকে যুগোপযোগী করার যুক্তিযুক্ত কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক লেনদেনের আধিক্য
খ ব্যাংকের গঠনে আমূল পরিবর্তন
● নতুন নতুন ইলেকট্রনিক ব্যাংকিং পণ্যের উদ্ভব
ঘ গ্রাহকদের চাহিদার পরিবর্তন
Source- courstika