পঞ্চম শ্রেণি - বাংলা | অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করা (৯)
অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করো
জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসে। এমন সময় একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির ওপর বোমা এসে পড়ে। রুহুল আমিন বিএনএস পলাশের ইঞ্জিনরুমে ছিলেন। ইঞ্জিনরুমের ওপরে বোমা পড়েছিল। ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে গিয়েছিল পলাশে। তাঁর ডান হাতটি উড়ে গিয়েছিল। তিনি আহত অবস্থায় ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পাড়ে উঠলেন। বোমার আঘাত থেকে তিনি রক্ষা পেলেন। কিন্তু রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হলো তাঁর। তিনি শহিদ হলেন। খুলনা শিপইয়ার্ডের কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন এই বীর মুক্তিযোদ্ধা। এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।
উত্তর-
প্রশ্নগুলো হলো—
ক. বিএনএস পলাশের ইঞ্জিনরুমে কে ছিলেন?
খ. বোমারু বিমান থেকে জাহাজ দুটির ওপর কী এসে পড়ে?
গ. জাহাজ দুটি কোথায় চলে আসে?
ঘ. রুহুল আমিনের মৃত্যু হলো কীভাবে?
ঙ. রুহুল আমিনের ডান হাতটি উড়ে গিয়েছিল কেন?
সূত্র- প্রথম আলো।