পঞ্চম শ্রেণি - বাংলা | অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করা (৮)
অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন তৈরি করো
হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে প্রতিবছর শীতকালে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে অতিথি পাখি এ দেশে আসে আশ্রয়ের সন্ধানে। এসব পাখি এক দিকে যেমন আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে বর্ধিত করে, অন্যদিকে প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যেমন অতিথিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করি, তেমনি এ পাখিগুলো আমাদের অতিথি বলে এদের সঙ্গেও আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ করা উচিত। কিন্তু একশ্রেণির অসাধু পক্ষীমাংসলোভী লোক ও ব্যবসায়ী নিজেদের ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য এসব অতিথি পাখি শিকার করে খায় এবং বিক্রি করে। ভাবতে অবাক লাগে, হাজার হাজার মাইল পথ অতিক্রম করে যেসব পাখি আসে অস্তিত্ব রক্ষার জন্য, সেগুলোর অস্তিত্বকে বিসর্জন দেয় হৃদয়হীন লোকদের খাবার টেবিলে। অথচ মানুষের কর্তব্য অতিথি পাখিগুলোকে অভ্যর্থনা জানানো, সেগুলোর জন্য অভয়ারণ্য তৈরি করা, সেগুলোর আশ্রয়ের সময়টুকুকে নিরাপদ ও আনন্দময় করে তোলা।
উত্তর-
ক. অতিথি পাখির সঙ্গে কী ধরনের আচরণ করা উচিত?
খ. অতিথি পাখি আমাদের দেশে কখন আসে?
গ. বাংলাদেশের প্রকৃতিতে অতিথি পাখির ভূমিকা কী?
ঘ. অতিথি পাখিরা কেন আমাদের দেশে আসে?
ঙ. অতিথি পাখির নিরাপত্তার জন্য আমাদের কী করা দরকার?
সূত্র- প্রথম আলো।