বহু নির্বাচনী প্রশ্ন (মান : ৪০)
সময় : ৪০ মিনিট
[সব প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান ১]
১। ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখক কেন দেওঘরে এসেছিলেন?
(ক) গল্প লেখার জন্য (খ) বায়ু পরিবর্তনের জন্য
(গ) তীর্থ ভ্রমণের জন্য (ঘ) সুচিকিৎসার জন্য
২। প্রার্থনামূলক গানকে কী বলে অভিহিত করা হয়?
(ক) সাধন (খ) ভজন
(গ) স্তুতি (ঘ) গজল
৩। অবিদ্যা কাদের জীবনে সবচেয়ে বেশি বাধাবিঘ্ন আনে?
(ক) সাত্ত্বিক ভাবাপন্নদের (খ) ক্ষাত্রশক্তি ভাবাপন্নদের
(গ) রজোগুণ ভাবাপন্নদের (ঘ) ব্রহ্মশক্তি ভাবাপন্নদের
৪। বাংলার সুবর্ণ রেখার বালিতে পানিতে কী আছে?
(ক) মাঠ (খ) মহিষ
(গ) স্বর্ণরেণু (ঘ) ঐশ্বর্য
উদ্দীপকটি পড়ো এবং ৫, ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও
জুয়েল ও তার বন্ধুরা একদিন বাসে চড়ে স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে ওদের বাসটির ইঞ্জিন বিকল হয়ে যায়। অন্যরা বাস বদলে স্কুলে যাওয়ার কথা তুললেও জুয়েল তাতে রাজি হয় না। ওর আহ্বানে সবাই মিলে ধাক্কা দেয়। কিছুক্ষণের মধ্যে বাসটির ইঞ্জিন সচল হয়।
৫। উদ্দীপকের জুয়েল ‘পড়ে পাওয়া’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
(ক) লেখক (খ) বিধু
(গ) বাদল (ঘ) কাপালি
৬। কোন গুণটির কারণে উভয় চরিত্রকে সাদৃশ্যপূর্ণ বিবেচনা করা যায়?
(ক) অসহায়ত্ব (খ) নেতৃত্বগুণ
(গ) মানবিকতা (ঘ) অস্থিরতা
৭। উদ্দীপকের মূল মক্তব্য ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরদের কোন দিকটি তুলে ধরে?
(ক) সততা (খ) মানবিকতা
(গ) ঐক্যচেতনা (ঘ) অস্থিরতা
৮। প্রথমবার রাত কয়টার সময় নগেন তৈলচিত্র প্রণাম করতে যায়?
(ক) ২টায় (খ) ৩টায়
(গ) ৪টায় (ঘ) ৫টায়
৯। বিজ্ঞানভিত্তিক বিচারবুদ্ধি দিয়ে দূর করা যায়—
- i) প্রচলিত কুসংস্কার
- ii) আত্মগ্লানি ও অহমিকা
iii) অন্ধবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) iii
(গ) i ও রii (ঘ) ii ও iii
১০। ‘Withdraw’ শব্দটির অর্থ কোনটি?
(ক) প্রতিদান (খ) অনুমোদন
(গ) সঙ্গে নিয়ে আঁকা
(ঘ) প্রত্যাহার
১১। লালন শাহের জীবনীর কোন বিষয় নিয়ে মতভেদ আছে?
(ক) দর্শন (খ) ধর্ম
(গ) জন্ম (ঘ) মৃত্যু
১২। বাঙালির হাতে পাকিস্তানিদের ক্ষমতা হস্তান্তর না করার সিদ্ধান্ত ছিল—
- i) অন্যায় ii) অপরিহার্য iii) অগণতান্ত্রিক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii
(গ) ii ও iii (ঘ) i ও iii
১৩। খাদি কাপড়ের যারা সুতা কাটে তাদের কী বলে?
(ক) কাটুনি (খ) বাঁধুনি
(গ) ঢাকুনি (ঘ) সুতানি
১৪। মিয়ানমারের সেন্না ফুল কোন মাসে ফোটে?
(ক) মে (খ) জুন
(গ) জুলাই (ঘ) আগস্ট
১৫। ‘বৈসাবি’ নামক নববর্ষের উৎসব পালন করে কারা?
(ক) আদিবাসীরা (খ) হিন্দুরা
(গ) দলিতরা (ঘ) খ্রিস্টানরা
১৬। বাংলা ভাষা সংস্কৃতির কেমন মেয়ে?
(ক) দুরন্ত (খ) দুষ্টু
(গ) চঞ্চল (ঘ) চপল
উদ্দীপকটি পড়ো এবং ১৭, ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
নানা দেশের নানান ভাষা
বিনে স্বদেশী ভাষা
মিটে কি আশা?
১৭। উদ্দীপকের কবিতাংশে বিশেষ ভালোবাসা প্রকাশ পেয়েছে—
(ক) বাংলা ভাষার প্রতি (খ) মাতৃভাষার প্রতি
(গ) স্বদেশভূমির প্রতি (ঘ) দেশের মানুষের প্রতি
১৮। উদ্দীপকের বিষয়বস্তু কবি মাইকেল মধুসূদনের জীবনবাস্তবতার সঙ্গে যে অর্থে সম্পর্কযুক্ত—
- i) কবির বিদেশি ভাষার কাব্যচর্চা আদর্শ
- ii) শেষ জীবনে মাতৃভাষায় সাহিত্য সাধনার উপলব্ধি
iii) কবির অতুলনীয় দেশপ্রেমের আদর্শ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) iii (ঘ) ii ও iii
১৯। উদ্দীপকের মধ্যে যে ভাষাপ্রেম জাগ্রত হয়েছে—
(ক) স্বার্থচেতনা (খ) আত্মপরায়ণতা
(গ) দেশপ্রেম (ঘ) স্বার্থপরতা
২০। জমিজমা হারিয়ে উপেন কী বেশে ঘুরতে লাগল?
(ক) ভিক্ষুক (খ) সন্ন্যাসী
(গ) দরবেশ (ঘ) মুসাফির
২১। সংশয়ে কী টলে যায়?
(ক) সংকল্প (খ) সততা
(গ) অন্যায় (ঘ) সংযম
২২। ‘ডঙ্কা’ শব্দের অর্থ কী?
(ক) জয় ঢাক (খ) ঢোল
(গ) মৃদঙ্গ (ঘ) শিঙা
২৩। সন্ধ্যার বাতাসে কী উড়ে বেড়াচ্ছে?
(ক) সুদর্শন (খ) ঘুড়ি
(গ) কাগজ (ঘ) পাখি
২৪। চলমান নৌকায় কোন গান গাওয়া হয়ে থাকে—
(ক) ভাওয়াইয়া (খ) ভাটিয়ালি
(গ) বাউল (ঘ) মুর্শিদি
২৫। কোনটি মানিক আলো জ্বালায়?
(ক) সবুজ হাওয়া (খ) শিশির
(গ) ধানের ছড়া (ঘ) কুয়াশা
২৬। ‘নদীর স্বপ্ন’ কবিতায় পদ্মার রাজা কে?
(ক) মাঝি (খ) কানাই
(গ) ছোকানু (ঘ) জেলে
২৭। কবির কণ্ঠে আর কী জাগে না?
(ক) মৌসুমী ফুলের গান (খ) নবজীবনের গান
(গ) অসীম সাহসের প্রশান্তি (ঘ) ছাত্রদের জয়যাত্রার গান
২৮। ‘প্রার্থী’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
(ক) ছাড়পত্র (খ) পূর্বাভাস
(গ) গীতিগুচ্ছ (ঘ) অভিযান
২৯। ‘এমন সময় ঝড় এলো এক’—এই ‘ঝড়’ কিসের?
(ক) মিছিলে গুলিবর্ষণ
(খ) কালবৈশালী ঝড়
(গ) পাকিস্তানিদের আগমন (ঘ) পাক-বাহিনীর আক্রমণ
৩০। ‘একুশের গান’ কবিতায় কোন ঋতুর শেষ বলা হয়েছে?
(ক) বর্ষা (খ) শরৎ
(গ) হেমন্ত (ঘ) শীত
৩১। ‘কিশোর কাজি’ গল্পে বালকের কী দিয়ে জলপাইয়ের কলসি ভর্তি করেছিল?
(ক) ইটের কুচি (খ) নুড়ি পাথর
(গ) মাটির ঢেলা
(ঘ) কাগজের টুকরা
৩২। ‘রবিনসন ক্রুশো’ কত বছর পর দেশের মাটিতে পা রাখেন?
(ক) ২৮ (খ) ৩১
(গ) ৩৫ (ঘ) ৩৭
৩৩। রবিনসন ক্রুশো কোন গাছের কাঠ দিয়ে কোদাল বানাল?
(ক) কড়ুইগাছ (খ) নারিকেলগাছ
(গ) জংলাগাছ (ঘ) বেলগাছ
৩৪। বীরের প্রকৃত পরিচয় পাওয়া যায় কিভাবে?
(ক) যুদ্ধে (খ) শক্তিতে
(গ) দৈহিক সৌন্দর্যে (ঘ) শারীরিক কাঠামো দেখে
৩৫। মহাবীর রোস্তমের স্ত্রীর নাম কী?
(ক) রুদাবা (খ) তহমিনা
(গ) মেহরুন (ঘ) পরী বেগম
৩৬। ভেনিস শহরটি কোথায় অবস্থিত?
(ক) ইতালি (খ) জার্মানি
(গ) স্পেন (ঘ) ইরান
উদ্দীপকটি পড়ো এবং ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মা-বাবার আদরের ছেলেটিকে ঘরের বাইরে যেতে দেওয়া হয় না। তার সমবয়সীরা যখন দৌড়ে এসে নদীতে ঝাঁপ দেয়, তখন তারও ঝাঁপ দিতে ইচ্ছা করে।
৩৭। ছেলেটির সঙ্গে ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের কার মিল পাওয়া যায়—
(ক) টম (খ) সৈনিক
(গ) হিউগ (ঘ) রাজকুমার
৩৮। ছেলেটির ইচ্ছা ও রাজকুমারের ইচ্ছা কোন দিক থেকে এক—
(ক) স্বাধীন জীবনের প্রতি আকর্ষণ
(খ) অপরের জীবনের প্রতি আকর্ষণ
(গ) নদীকে ভালো লাগা
(ঘ) দৌড়ানোর আনন্দ
৩৯। রিপের কুকুরটা কেন ঘেউঘেউ করে উঠল?
(ক) একটি শিকার দেখে (খ) লোকটির আকৃতি দেখে
(গ) ভয় পেয়ে
(ঘ) সতর্ক হয়ে
৪০। দশরথের মোট কয়টি ছেলে ছিল?
(ক) ২ জন (খ) ৩ জন
(গ) ৪ জন (ঘ) ৫ জন
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর :
১. খ ২. খ ৩. ক ৪. গ ৫. খ ৬. খ ৭. গ ৮. খ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. ঘ ১৩. ক ১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. ক ১৮. ঘ
১৯. গ ২০. খ ২১. ক ২২. ক ২৩. ক
২৪. খ ২৫. খ ২৬. খ ২৭. ক ২৮. ক ২৯. ক ৩০. ঘ ৩১. খ ৩২. গ ৩৩. গ
৩৪. ক ৩৫. খ ৩৬. ক ৩৭. ঘ ৩৮. ক ৩৯. খ ৪০. গ।