বনায়ন
১৭। বনে মজুদ থাকা কাঠের পরিমাণকে কী বলা হয়?
ক) রোয়িং স্টক খ) গ্রোয়িং স্টক
গ) উডেন স্টক ঘ) ফরেস্ট স্টক
১৮। ম্যানগ্রোভ বন রয়েছে বাংলাদেশের কোন কোন এলাকায়?
i. চকোরিয়া ii. টেকনাফ iii.সুন্দরবন
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
১৯। উপমহাদেশে কত সালে বন আইন করা হয়?
ক) ১৯২৭ খ) ১৯২৯ গ) ১৯৮০ ঘ) ১৯৯০
২০। বাংলাদেশ সরকার কত সালে বন আইন সংশোধন করে?
ক) ১৯৮০ খ) ১৯৮৫ গ) ১৯৯০ ঘ) ১৯৯৫
২১। বন্যপ্রাণী সংরক্ষণ অধ্যাদেশ জারি হয় কত সালে?
ক) ১৯৭২ খ) ১৯৭৩ গ) ১৯৭৫ ঘ) ১৯৮০
২২। মাধ্যমভিত্তিক নার্সারি কয় ধরনের?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
২৩। গার্হস্থ্য নার্সারি কোন ধরনের নার্সারি?
ক) মাধ্যমভিত্তিক খ) স্থায়িত্বভিত্তিক
গ) অর্থনৈতিকভিত্তিক ঘ) ব্যবহারভিত্তিক
২৪। কোন ধরনের নার্সারিতে বছরের পর বছর চারা উৎপাদনের সুযোগ থাকে?
ক) বেড নার্সারি খ) ব্যবসায়িক নার্সারি
গ) অস্থায়ী নার্সারি ঘ) স্থায়ী নার্সারি
২৫। অর্থনৈতিক ভিত্তিতে নার্সারি কয় ধরনের হয়?
ক) পাঁচ খ) চার গ) তিন ঘ) দুই
২৬। বনবিধি ১৯৯০ কত সালে পুনরায় সংশোধন করা হয়?
ক) ১৯৯২ খ) ১৯৯৪ গ) ১৯৯৬ ঘ) ১৯৯৮
২৭। উদ্ভিদের বংশবিস্তারক প্রধান উপকরণ কোনটি?
ক) কাণ্ড খ) বীজ গ) পাতা ঘ) মূল
২৮। ব্যবহারভিত্তিক নার্সারির আওতায় পড়ে কোন উদ্ভিদগুলো?
i. মেহগনি ii. সেগুন iii. রেইনট্রি
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
২৯। পাইন গাছের বীজ কোন জাতীয়?
ক) পড খ) কোণ গ) ক্যাপসিউল ঘ) লিগিউম
৩০। ক্যাপসিউল সাধারণত কোন উদ্ভিদের বীজ?
ক) মেহগনি খ) কড়ই গ) পাইন ঘ) বাবুল
নিচের উদ্দীপকটি পড় এবং ৩১-৩২ নং প্রশ্নের উত্তর দাও :
তিয়া টেলিভিশনের একটি চ্যানেলে বনের উপর প্রামাণ্য চিত্র দেখছিল। এক পর্যায়ে সে দেখতে পেল ওই বনের অধিকাংশ গাছেরই অঙ্কুরোদগম ফল গাছে থাকা অবস্থায়ই হচ্ছে এবং চারাগাছ গজানোর পর তা মাটিতে পড়ে কাদায় গেঁথে যাচ্ছে।
৩১। তিয়ার দেখা অঙ্কুরোদগম নিচের কোন উদ্ভিদে দেখা যায়?
ক) গরান খ) গামার গ) গর্জন ঘ) গজারি
৩২। তিয়ার দেখা বনাঞ্চলের বৈশিষ্ট্য হলো-
i. মাটি কর্দমাক্ত থাকে ii. বায়বীয়মূল বিদ্যমান iii. শাখামূল দীর্ঘ হয়
নিচের কোনটি সঠিক
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
৩৩। পডজাতীয় উদ্ভিদ কোনটি?
ক) পাইন খ) মেহগনি গ) কড়ই ঘ) চম্পা
৩৪। কোন বীজ রোদে শুকালে অঙ্কুরোদগম ক্ষমতা বাড়ে?
ক) আম খ) তেঁতুল গ) সেগুন ঘ) পেয়ারা
৩৫। গোটাফলই বীজ হিসাবে বপন করা হয় কোন উদ্ভিদের?
ক) কড়াই খ) নারিকেল গ) কাঁঠাল ঘ) তুলা
৩৬। নার্সারির প্রতিটি ব্লকে কতটি বেড থাকতে পারে?
ক) ১০-১২টি খ) ১২-১৪টি
গ) ১৬-১৮টি ঘ) ১৮-২০টি
৩৭। নার্সারি বেড সাধারণত কয় রকমের হতে পারে?
ক) ৫ খ) ৪ গ) ৩ ঘ) ২
উত্তর : ১৭.খ ১৮.ঘ ১৯.ক ২০.গ ২১.খ ২২.ক ২৩.গ ২৪.ঘ ২৫.ঘ ২৬.গ ২৭.খ ২৮.ঘ ২৯.খ ৩০.ক ৩১.ক ৩২.ঘ ৩৩.গ ৩৪.গ ৩৫.খ ৩৬.ক ৩৭.ঘ
সূত্র- যুগান্তর