৫ম শ্রেণি: মাটির নিচে যে শহর
৯। প্রশ্ন: নিচের বাক্যগুলোর দাগ দেওয়া শব্দের বিপরীত শব্দ লেখো।
ক. গতকাল চট্টগ্রামে ভারী ভূমিকম্প অনুভূত হয়েছে।
খ. লোহার সামনের অংশটুকু ছিল চোখা।
গ. ডান পথটি ছিল আমাদের শহর থেকে অনেকটা দূরে।
ঘ. আমাদের এলাকার মাটি খুব শক্ত নয়।
ঙ. লোকটি আসলেই উঁচু মনের মানুষ।
উত্তর
ক. হালকা
খ. ভোঁতা
গ. কাছে
ঘ. নরম
ঙ. নিচু
১০। প্রশ্ন: নিচের প্রতিটি শব্দের একটি করে সমার্থক শব্দ লেখো।
[ প্রাচীন, মৃত্তিকা, নদী, মাঠ, বন্যা। ]
উত্তর
প্রাচীন ------- পুরোনো
মৃত্তিকা ------ মাটি
নদী ---------- তটিনী
মাঠ ---------- প্রান্তর
বন্যা --------- বান
সুত্র- প্রথম আলো ।