নবম-দশম শ্রেণির রসায়ন বিজ্ঞান - প্রথম অধ্যায়- প্রশ্নউত্তর
প্রথম অধ্যায় - রসায়নের ধারণা -
১। তেজস্ক্রিয় রশ্মি কী?
উত্তর : তেজস্ক্রিয় পদার্থ থেকে অনবরত যেসব রশ্মি নির্গত হয় তাদের তেজস্ক্রিয় রশ্মি বলে।
২। ট্রিফয়েল কী?
উত্তর : অতিরিক্ত ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মি চিহ্নটিকে ট্রিফয়েল বলে।
৩। রাসায়নিক পরিবর্তন বলতে কী বোঝো?
উত্তর : যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু প্রত্যেকে তার নিজস্ব সত্তা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক বস্তুতে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলা হয়।
৪। মরিচা কী?
উত্তর : বিশুদ্ধ লোহা, জলীয়বাষ্প ও বায়ুর অক্সিজেন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে লোহার যে অক্সাইড গঠন করে তাকে মরিচা বলে।
৫। রাসায়নিক সার কী?
উত্তর : কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস প্রভৃতি মৌলের সমন্বয়ে গঠিত রাসায়নিক পদার্থ, যা মাটিতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে, তাকে রাসায়নিক সার বলে।
৬। মরিচার সংকেত লেখো।
উত্তর : মরিচার সংকেত হলো Fe2O3.nH2O.
৭। প্লাস্টিক কী?
উত্তর : বিভিন্ন রাসায়নিক যৌগ থেকে কৃত্রিম উপায়ে প্রস্তুতকৃত পলিমারকে প্লাস্টিক বলে।
৮। কোয়ান্টাম ম্যাকানিকস কী?
উত্তর : যে পুস্তকে গাণিতিক হিসাব-নিকাশের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করা হয় তাই কোয়ান্টাম ম্যাকানিকস।
৯। অণুজীব কী?
উত্তর : যেসব জীব অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না তাদের অণুজীব বলে।
১০। আন্তর্জাতিক রশ্মি চিহ্ন কী?
উত্তর : যে রশ্মি চিত্র দ্বারা অতিরিক্ত ক্ষতিকর আলোক রশ্মিকে বোঝানো হয় তাকে আন্তর্জাতিক রশ্মি চিহ্ন বলে।
১১। নিঃশ্বাসে গৃহীত বায়ুর প্রধান উপাদান কী?
উত্তর : নিঃশ্বাসে গৃহীত বায়ুর প্রধান উপাদান অক্সিজেন।