জীববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৮ (বহুনির্বাচনি প্রশ্ন)

১. পানিথলে কোন উদ্ভিদে দেখা যায়?
ক. স্থলজ খ. জলজ
গ. মরুজ ঘ. বরফ
২. প্রোটোডার্ম নিচের কোন অঙ্গটি তৈরি করে?
ক. ত্বক খ. শাখা
গ. পাতা ঘ. মুকুল
৩. কোথায় ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে?
ক. বহিঃত্বকে খ. অধঃত্বকে
গ. অন্তঃত্বকে ঘ. পরিচক্রে
৪. পাতার গ্রাউন্ড টিস্যু কী নামে পরিচিত?
ক. মেসোফিল খ. ক্যাসপেরিয়ান
গ. প্রোটোডার্ম ঘ. কর্টেক্স
৫. সরু কাণ্ড ক্রমে মোটা হয় কোন টিস্যুর ফলে?
ক. পার্শ্বীয় ভাজক টিস্যু
খ. শীর্ষস্থ ভাজক টিস্যু
গ. প্রাইমারি ভাজক টিস্যু
ঘ. ইন্টারক্যালরি ভাজক টিস্যু
৬. নিচের কোন উদ্ভিদ লেপ্টোসেন্ট্রিক?
ক. Pteris খ. Selaginella
গ. Semiberbula ঘ. Yucca
৭. কোনটি এপিব্লেমার কাজ?
ক. খাদ্য সঞ্চয়
খ. মূলের কাঠামো গঠন
গ. খনিজ লবণ শোষণ
ঘ. দৃঢ়তা প্রদান
৮. হ্যাড্রোসেন্ট্রিককেন্দ্রিক ভাস্কুলার বান্ডল থাকে—
1. Selaginella
ii. Lycopodium
iii. Dracaena
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য—
1. বহিঃত্বকে কিউটিকল উপস্থিত
ii. পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত
iii. পরিবহন কলাগুচ্ছ অরীয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১০. পেরিসাইকল সাধারণত অনুপস্থিত থাকে—
1. নগ্নবীজীর কাণ্ডে
ii. আবৃতবীজীর কাণ্ডে
iii. দ্বিবীজপত্রীর কাণ্ডে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৮: ১.ঘ ২.ক ৩.গ ৪.ক ৫.ক ৬.ঘ ৭.গ ৮.ক ৯.ক ১০.ক