ইতিহাস - প্রথম পত্র - প্রথম অধ্যায়
১. দিনেমার বলা হয় কাদের?
ক. মালয়েশিয়ার অধিবাসীদের খ. ফরাসি অধিবাসীদের
গ. ডেনমার্কের অধিবাসীদের ঘ. হল্যান্ডের অধিবাসীদের
২. কত সালে পলাশীর যুদ্ধ হয়?
ক. ১৭৫৫ খ. ১৭৫৬
গ. ১৭৫৭ ঘ. ১৭৫৮
৩. কত সালে ইংরেজরা ফররুখশিয়ারের কাছ থেকে ফরমান লাভ করে?
ক. ১৭১৭ খ. ১৭১৫
গ. ১৭১৬ ঘ. ১৭১৮
৪. কার নামানুসারে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করা হয়?
ক. ১ম ফ্রেডারিক উইলিয়াম
খ. ২য় উইলিয়াম
● ৩য় উইলিয়াম
ঘ. ৩য় ফ্রেডারিক উইলিয়াম
৫. আলীবর্দী খান কেন্দ্রে রাজস্ব পাঠানো প্রায় বন্ধ করে দেন কেন?
ক. মারাঠা উৎপাতের কারণে
খ. অর্থনৈতিক দুরবস্থার জন্য
গ. পর্তুগিজদের উৎপাতের কারণে
ঘ. ভৌগোলিক বিপর্যয়ের জন্য
৬. নবাবের ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানির দায়িত্বহীন ক্ষমতা ইতিহাসে কী নামে পরিচিত?
ক. দ্বৈতশাসন
খ. দেওয়ানি লাভ
গ. সূর্যাস্ত আইন
ঘ. চিরস্থায়ী বন্দোবস্ত
৭. দ্বৈত শাসনব্যবস্থার অবসান ঘটান কে?
ক. লর্ড কর্নওয়ালিস
● ওয়ারেন হেস্টিংস
গ. লর্ড ক্লাইভ
ঘ. লর্ড মিল্টন
৮. ১৭৭০ সালে দুর্ভিক্ষের পরোক্ষ ফল কোনটি?
ক. আমলাতন্ত্রের অবসান
খ. সাম্রাজ্যবাদের অবসান
গ. নজরানা প্রথার অবসান
● দ্বৈতশাসনের অবসান
৯. ভাস্কো-দা-গামা খুব দ্রুত ভারতবর্ষ ত্যাগ করেন কেন?
ক. ফরাসি বণিকদের কারণে
খ. দিনেমারদের কারণে
● আরব বণিকদের কারণে
ঘ. ওলন্দাজদের কারণে
১০. ইংরেজরা পর্তুগিজদের নিকট থেকে হরমুজ দখল করে কীভাবে?
ক. ইরানের রাজার সাহায্যে
খ. পর্তুগালের রাজকন্যাকে বিবাহের মাধ্যমে
গ. পর্তুগালের রাজার সাহায্যে
ঘ. স্পেনের রাজার সাহায্যে
১১. সিরাজ-উদ-দৌলার সময়ে কারা দস্তকের অপব্যবহার করেন?
ক.পর্তুগিজরা
খ. তুর্কিরা
● ইংরেজরা
ঘ. ফরাসিরা
১২. বাংলায় ফিরিঙ্গি নামে পরিচিত ছিল কারা?
ক. পর্তুগিজরা
খ. ইংরেজরা
গ. ফরাসিরা
ঘ. দিনেমাররা
১৩. ভারত উপমহাদেশ যুগে যুগে বিদেশিদের আকৃষ্ট করেছে
র. প্রাচীন সভ্যতার লীলাভূমি হিসেবে
রর. অফুরন্ত ধনরতেœর কেন্দ্র হিসেবে
ররর. ধর্মীয় পীঠস্থান হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১৪. কোম্পানি দেওয়ানি লাভের ফলে নবাব হারায়
র. রাজস্ব আদায়ের অধিকার
রর. সেনাদল রাখার অর্থবল
ররর. প্রকৃত ক্ষমতার অধিকার
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ● র, রর ও ররর
১৫. অস্ত্রমন্ত্রের ব্যাপারে কোম্পানির নিয়ন্ত্রণ হতে স্বাধীন থাকার জন্য মীর কাশিম মুঙ্গেরে
র. রাজধানী স্থানান্তরিত করেন
রর. নিরাপত্তা জোরদার করেন
ররর. গোলাবারুদ তৈরির ব্যবস্থা করেন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও : আলী (রা.) খলিফা হওয়ার পর মুয়াবিয়া তাকে খলিফা হিসেবে মেনে না নিলে আলী তার বিরুদ্ধে সিফফিনের যুদ্ধ করেন। যুদ্ধে মুয়াবিয়ার পরাজয় যখন সুনিশ্চিত, তখন আলী যুদ্ধ বন্ধের ঘোষণা দেন। এতে তাঁর সমর্থকরা হতাশ হন।
১৬. অনুচ্ছেদে উল্লিখিত যুদ্ধের সাথে কোন যুদ্ধের মিল রয়েছে?
ক. বক্সারের
● পলাশী
গ. সিপাহি
ঘ. তরাইনের
১৭. অনুচ্ছেদে উল্লিখিত যুদ্ধের ফলাফল হলো
ক. বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়
খ. বাংলার শেষ স্বাধীন নবাব পরাজিত হন
গ. ইংরেজরা বাংলায় এককভাবে ক্ষমতা লাভ করে
১৮. ইংরেজরা ভারতবর্ষের কোথায় তাদের প্রধান বাণিজ্যকেন্দ্র স্থাপন করে?
ক. কালিকট
খ. সুতানটি
গ. কাসিম বাজার
● মৌসলিপট্টম
১৯. ১৭৫১ খ্রিস্টাব্দে বাৎসরিক কত টাকা খাজনার বিনিময়ে ইংরেজরা বাংলায় অবাধ বাণিজ্য করার সুযোগ পায়?
ক. তিন লাখ
খ. তিন লাখ ত্রিশ হাজার
গ. ত্রিশ হাজর
● তিন হাজার
২০. ১৬৭২ খ্রিস্টাব্দে কে ইংরেজদের বিনা শুদ্ধে বাংলায় বাণিজ্য করার অনুমতি দেন?
ক. মুর্শিদকুলি খান
● শায়েস্তা খান
গ. নাজিমউদ্দৌলা
ঘ. সুজাউদ্দিন
২১. পলাশীর প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত?
ক. গঙ্গা
খ. নর্মদা
● ভাগীরথী
ঘ. যমুনা
২২. মীর কাসিম কত খ্রিস্টাব্দে বাংলার মসনদে বসেন?
ক. ১৭৫৭
খ. ১৭৫৮
গ. ১৭৫৯
● ১৭৬০
২৩. কাকে ভারতবর্ষে পর্তুগিজ আলফানসো আল বুকার্ক আধিপত্যের প্রতিষ্ঠাতা বলা হয়?
ক. ফ্রান্সিসকো-ডি-আলমিডা
খ. পেড্রো আলভারেজ কাব্রাল
গ. ভাস্কো-দা-গামা
● আলফানসো আল বুকার্ক
২৪. আলীবর্দী খান কর্তৃক সিরাজউদ্দৌলাকে উত্তরাধিকারী মনোনীত করার কারণ কোনটি?
ক. সিরাজউদ্দৌলা সর্বাপেক্ষা যোগ্য ছিলেন
খ. সিরাজউদ্দৌলা তাঁর সর্বাপেক্ষা প্রিয় দৌহিত্র ছিলেন।
● আলীবর্দী খানের কোনো পুত্রসন্তান ছিল না
ঘ. মুঘল সম্রাট সিরাজউদ্দৌলার অনুকূলে সনদ প্রদান করেন
২৫. ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসনব্যবস্থার অন্যতম কুফল ছিল-
● এসময় হতে বাংলার সম্পদ ইংল্যান্ডে পাচার করা শুরু হয়
খ. রাজস্ব ব্যবস্থায় ধস নামে
গ. নবাব অত্যাচারী হয়ে উঠেন
ঘ. নবাবকে নায়েবে নাজিমের দায়িত্ব পালন করতে হয়
২৬. সপ্তদশ শতাব্দীর শেষভাগে ইংরেজ বণিকদের মানদন্ড রাজদন্ডে পরিণত হওয়ার প্রথম প্রয়াস দেখা যায় কীভাবে?
ক. সেনাবাহিনী শক্তিশালীকরণে
খ. নৌবহরের উপস্থিতি
গ. শান্তি নীতির পরিবর্তে যুদ্ধনীতি গ্রহণ
ঘ. মুঘল সম্রাটদের সাথে সুসম্পর্ক গড়ে তোলায়
২৭. ভারতীয় উপমহাদেশের ইতিহাসে আধুনিক যুগের সূচনা হয় কীভাবে?
ক. পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে এসে
খ. মুঘল শাসনের শেষপ্রান্তে সম্রাটদের উদার মনোভাবে
গ. পঞ্চদশ শতাব্দীতে ইতালিতে যে নবজাগরণ সৃষ্টি হয় তার ফলে
ঘ. ইউরোপীয় বণিকদের ভারতবর্ষে আগমনে
২৮. ভারতে পর্তুগিজ শক্তির পতনের অন্যতম কারণ ছিল
ক. আলবুকার্কের পর কোনো সুদক্ষ প্রতিভাবান শাসনকর্তা ভারতে আসেনি
খ. মুঘল সেনাবাহিনীর হাতে পর্তুগিজরা বিপর্যস্ত ও বিধ্বস্ত হয়
গ. পর্তুগিজদের নিপীড়ন ও অসহিষ্ণুনীতি
২৯. সপ্তদশ শতাব্দীর শেষভাগে ইংরেজ বণিকদের মানদÐ রাজদÐে পরিণত হওয়ার প্রথম প্রয়াস দেখা যায়। এর পশ্চাতে যে কারণগুলো ছিল তা হলো
ক. বাংলায় মুঘল শাসকবর্গের দুর্বলতা
খ. মালাগার উপকূলে দস্যুদের নাশকতামূলক কার্যকলাপ
গ. জেনারেল আয়ারকুটের ভারত আগমনে ইংরেজ সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি
৩০. ইংরেজরা কত সালে ভারতে আসে?
ক. ১৬০০
খ. ১৬০৮
গ. ১৬১০
ঘ. ১৬১২
৩১. পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের প্রধান কারণ-
ক. মীরজাফরের বিশ্বাসঘাতকতা
খ. নবাবের অযোগ্যতা
গ. লর্ড ক্লাইভের রণকৌশল
ঘ. নবাবের সেনাবাহিনীর দুর্বলতা
৩২. নবাব সিরাজউদ্দৌলার খালার নাম কী?
ক. আমেনা বেগম
খ. ঘসেটি বেগম
গ. ফিরোজা বেগম
● খাদিজা বেগম
৩৩. বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
ক. ১৭৫৭
● ১৭৬৪
গ. ১৭৬৫
ঘ. ১৭৭২
৩৪. ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিষ্টাব্দে হয়?
ক. ১৭৭০
খ. ১৭৭২
গ. ১৭৭৩
ঘ. ১৭৭৪
৩৫. ভারতবর্ষের বিভিন্ন স্থানে ইংরেজদের কুঠি ও দুর্গ নির্মাণের প্রধান কী উদ্দেশ্য ছিল?
ক. অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন
খ. ধর্ম প্রচার
● আধিপত্য বিস্তার
ঘ. নাগরিকত্ব লাভ
৩৬. ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে?
ক. কলম্বাস
খ. আমেরিগো ভেসপুচি
গ. আল বুকার্ক
● ভাস্কো-দা-গামা
৩৭. ভাস্কো-দা-গামা কত সালে কালিকট বন্দরে আসেন?
ক. ১৪৯৬
খ. ১৪৯৭
● ১৪৯৮
ঘ. ১৪৯৯
৩৮. পলাশীর যুদ্ধের ফলে
ক. মীর কাসিম নবাব হন ● ইংরেজ কর্তৃত্ববৃদ্ধি পায়
গ. ফরাসি কর্তৃত্ব বৃদ্ধি পায় ঘ. মীর জাফর ধনী হন
৩৯. প্রথম কোন ইউরোপীয় জাতি ভারতবর্ষে আগমন করে?
ক. পর্তুগিজ খ. ইংরেজ
গ. ডাচ ঘ. দিনেমার
৪০. ডাচ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কী উদ্দেশ্যে?
ক. সামাজিক উদ্দেশ্যে
খ. রাজনৈতিক উদ্দেশ্যে
গ. ধর্মীয় উদ্দেশ্যে
ঘ. প্রাচ্যে বাণিজ্যিক আধিপত্যের উদ্দেশ্যে
৪১. মীর কাসিম কোথায় রাজধানী স্থানান্তর করেন?
ক. কলকাতা খ. মুর্শিদাবাদ
গ. বিহার ● মুঙ্গেরে
৪২. দ্বৈতশাসন ব্যবস্থার প্রবর্তক কে?
ক. ওয়ারেন হেস্টিংস খ. লর্ড কর্ণওয়ালিস
গ. লর্ড কার্জন ● লর্ড ক্লাইভ
৪৩. ১৭৫৭ সালে পলাশী যুদ্ধের মধ্য দিয়ে—
ক. ভারতে মধ্যযুগের অবসান ঘটে
খ. কোম্পানি শাসনের সূচনা ঘটে
গ. ভারতীয়দের ক্ষমতা বৃদ্ধি পায়
নিচের উদ্দীপকটি পড়ে ৪৪ ও ৪৫নং প্রশ্নের উত্তর দাও : অপুত্রক গনি মিয়া ছোট বোনের ছেলে ভরসাকে খুব ভালোবাসতেন। একপর্যায়ে তিনি তার ভালো জমিগুলো ভরসার নামে লিখে দেন। ফলে গনি মিয়ার অন্য স্বজনরা তার প্রতি অসন্তুষ্ট হন।
৪৪. উদ্দীপকের গনি মিয়ার সাথে নিচের কোন নবাবের মিল আছে?
ক. শায়েস্তা খান খ. সরফরাজ খান
গ. মুর্শিদকুলী খান ● আলীবর্দী খান
৪৫. উদ্দীপকের ভরসা বলতে যাকে বোঝানো হয়েছে
ক. শওকত জং খ. নাজিমউদ্দৌলা
গ. সুজাউদদৌলা ● সিরাজউদ্দৌলা
নিচের উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭নং প্রশ্নের উত্তর দাও : সিফফিনের যুদ্ধে হযরত আলী (রা.)-এর আক্রমণে মুয়াবিয়া (রা.) যখন কোণঠাসা হয়ে পড়েন তখন আমর আল-আস (রা.)-এর কূটচালে হযরত আলী (রা.) যুদ্ধ বন্ধ করেন এবং নিজের পরাজয় ডেকে আনেন।
৪৬. উদ্দীপকের যুদ্ধের সাথে উপমহাদেশের কোন যুদ্ধের মিল আছে?
ক. পলাশীর যুদ্ধ খ. বক্সারের যুদ্ধ
গ. কর্নাটের যুদ্ধ ঘ. গিরিয়ার যুদ্ধ
৪৭. উল্লিখিত যুদ্ধে-
ক. বাংলা স্বাধীনতা হারিয়েছিল
খ. নবাবের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল
গ. বাংলা থেকে ইংরেজরা বিতাড়িত হয়েছিল
ঘ. ফরাসিরা ক্ষমতাশালী হয়েছিল
৪৭. নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪৮ ও ৪৯নং প্রশ্নের উত্তর দাও : বাবা পলাশকে একটি যুদ্ধের গল্প শোনালেন। যে যুদ্ধে নিজে সেনাপতির বিশ্বাসঘাতকতায় শাসককে পরাজয় বরণ করতে হয়।
৪৮. উদ্দীপকে উল্লিখিত সেনাপতির সাথে কার মিল রয়েছে?
ক. মীর মদন খ. ইয়ার লতিফ
গ. মোহনলাল ● মীর জাফর
৪৯. উল্লিখিত যুদ্ধটিকে তুমি কোন যুদ্ধের সাথে সম্পর্কিত বলে মনে কর?
ক. কর্ণাটের যুদ্ধ খ. মুঙ্গেরের যুদ্ধ
গ. পলাশীর যুদ্ধ ঘ. বক্সারের যুদ্ধ
৫০. সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কী?
ক. সিরাজউদ্দিন ● মির্জা মুহাম্মদ
গ. মির্জা আলী ঘ. শওকত