সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩
সোনালী ব্যাংক বাংলাদেশের একটি সরকারি মালিকানাধীন ব্যাংক যেটি প্রতিবছর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে । দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য সোনালী ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিবছর শিক্ষাবৃত্তি প্রদান করে । এরই ধারাবাহিকতায় এবছরেও দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে বিরাজমান অসাম্য, বঞ্চনা, দারিদ্র দূরীকরণ এবং সুবিধা বঞ্চিত জনসাধারনের জীবনযাত্রার মানোন্নয়নে শিক্ষার গুরুত্ব বিবেচনা করে দরিদ্র মেধাবী শিক্ষার্থী, অসচ্ছল মুক্তিযোদ্ধার মেধাবী পু্ত্র-কন্যা/ তদীয় পু্ত্র-কন্যার এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করার জন্য অনলাইনে দরখাস্ত গ্রহণ করে ছিল। যার সময়সীমা ছিল ২৭/০২/২০২২ তারিখ থেকে ১৮/০৩/২০২২ তারিখ পর্যন্ত। আর বৃত্তির পরিমাণ ছিল এককালীন ১০,০০০ (দশ হাজার) টাকা। আশা করা যায় ২০২৩ সালের এই একই সময়ে আবার বৃত্তির আবেদন শুরু হবে। তাই আপডেট তথ্য পেতে আমাদের সাথে থাকুন।
✔ বৃত্তির পরিমাণ এককালীনঃ ------- টাকা। (শিগ্রই প্রকাশ করা হবে)
✔ আবেদনের সময়সীমা: ------- তারিখ থেকে ------- তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। (শিগ্রই প্রকাশ করা হবে)
⫸ আবেদনের যোগ্যতা:
✔ ২০২১ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
✔ ২০২১ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
✔ এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থী/মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/ তদীর পুত্র-কন্যাদের ক্ষেত্রে জিপিএ ৫.০০ এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যুনতম জিপিএ ৩.৫০ প্রাপ্ত হতে হবে।
✔ স্নাতক/সমমান পর্যায়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থী/মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/ তদীর পুত্র-কন্যাদের ক্ষেত্রে জিপিএ ৫.০০ এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যুনতম জিপিএ ৩.৫০ প্রাপ্ত হতে হবে।
✔ শুধুমাত্র দরিদ্র শিক্ষার্থী/প্রতিবন্ধী শিক্ষার্থী/অসচ্ছল মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/ তদীর পুত্র-কন্যা (যাদের পিতা/অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫,০০০/= টাকার বেশী নয়) আবেদন করতে পারবেন।
⫸ প্রাথমিকভাবে মনােনীত আবেদনকারীদেরকে নিম্নবর্ণিত কাগজপত্রাদির সত্যায়িত কপি সরবরাহ করতে হবেঃ
✔ প্রাথমিক বাছাইয়ে মনােনীত আবেদনকারী কর্তৃক প্রিন্টকৃত Online Application Form;
✔ বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত অধ্যয়ন সনদ;
✔ একাডেমিক ট্রান্সক্রিপ্ট/সনদ;
✔ নাগরিকত্ব সনদ;
✔ ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন হতে শিক্ষার্থীর অভিভাবকের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র (অভিভাবকের পেশা এবং মাসিক আয় উল্লেখ থাকতে হবে) ও চাকরিরত অভিভাবকদের পদবি ও বেতনস্কেল উল্লেখসহ সংশ্লিষ্ট অফিস প্রধান কর্তৃক বেতনের প্রত্যয়নপত্র;
✔ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যাদের ক্ষেত্রে মুক্তিযােদ্ধা সনদ ও মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যার পুত্রকন্যাদের ক্ষেত্র উপযুক্ত প্রমাণ হিসেবে ইউপি চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর সঙ্গে সম্পর্কসংক্রান্ত সনদ; এবং
✔ প্রতিবন্ধীদের ক্ষেত্র সমাজসেবা অধিদপ্তর/জেলা সমাজসেবা কার্যালয়/উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদ।
⫸ প্রয়োজনীয় কাগজপত্রাদিঃ
✔ এডমিট কার্ড
✔ ছবি
✔ স্বাক্ষর
⫸ আবেদন ফরমে যা উল্লেখ্য করতে হবেঃ
এডমিট কার্ড দেখে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, অনাথ হলে সেইটা উল্লেখ করতে হবে, মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটা থাকলেও সেটা উল্লেখ করে দিতে হবে এবং সর্বশেষ সচল একটা মোবাইল নম্বর দিতে হবে। যেটায় স্কলারশিপ পেলে মেসেজ আসবে।
⫸ শিক্ষাবৃত্তির ফলাফল প্রকাশের ধাপ সমূহঃ
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তির ফলাফল দুই ধাপে প্রদান করা হয়।
(১) প্রাথমিক সিলেশন রেজাল্ট
(২) ফাইনাল সিলেকশন।
অনলাইনে আবেদন করার পর যথাসময়ে Sonali Bank Scholarship Primary Selection Result সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রাথমিক ভাবে যারা সিলেকশন হবে তারা প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠাবে। এরপর ফাইনাল সিলেকশন করবে কর্তৃপক্ষ পক্ষ। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। বৃত্তি মনােনয়নে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত।
⫸ আবেদন করার লিংকঃ আবেদন করতে ক্লিক করুন।
⫸ সার্কুলার দেখতে ক্লিক করুনঃ ক্লিক করুন