ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-২০)- পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
Finance শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?
ক. ল্যাটিন শব্দ ‘Finis’
খ. ল্যাটিন শব্দ ‘Financial’
গ. গ্রিক শব্দ ‘Fintos’
ঘ. ইংরেজি শব্দ ‘Financial’
২. আমেরিকার শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয় কত সালে?
ক. ১৯১০ সালে খ. ১৯৩০ সালে
গ. ১৯৩৮ সালে ঘ. ১৯৪৪ সালে
৩. অর্থায়ন ও ব্যবসায় একে-অন্যের কী?
ক. পরিপূরক খ. প্রতিপক্ষ
গ. সরবরাহকারী ঘ. স্থিতিস্থাপক
৪. আধুনিক অর্থসংস্থানের যাত্রা শুরু কবে?
ক. ১৯২০-এর দশকে
খ. ১৯৫০-এর দশকে
গ. ১৯৮০-এর দশকে
ঘ. ১৯৯০-এর দশকে
৫. শাব্দিক অর্থে ‘অর্থায়ন’ দ্বারা নিচের কোনটিকে বুঝানো হয়?
ক. অর্থ সঞ্চয় করা
খ. অর্থ ব্যয় করা
গ. অর্থ সংগ্রহ করা
ঘ. অর্থ বিনিয়োগ করা
৬. নিচের কোনটি অর্থায়নের বৈশিষ্ট্য নয়?
ক. আর্থিক পরিকল্পনা
খ. বিনিয়োগ সিদ্ধান্ত
গ. ঝুঁকি আয় সমন্বয়
ঘ. ক্রেতা-আচরণ বিশ্লেষণ
৭. অর্থায়নের পরিধি মূলত কয়টি দিকে বিস্তৃত?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৮. অর্থায়নের বহুল প্রচলিত মৌলিক সিদ্ধান্ত কয়টি?
ক. তিনটি খ. চারটি
গ. পাঁচটি ঘ. ছয়টি
৯. প্রখ্যাত লেখক অধ্যাপক জেমস সি ভ্যান হর্ন কোন তিনটি মৌলিক সিদ্ধান্তের কথা বলেছেন?
ক. উৎপাদন, ভোগ ও ব্যয় সিদ্ধান্ত
খ. সঞ্চয়, বিনিয়োগ ও প্রতিস্থাপন সিদ্ধান্ত
গ. বিনিয়োগ অর্থসংস্থান ও লভ্যাংশ সিদ্ধান্ত
ঘ. সামাজিক, আর্থিক ও মানবিক সিদ্ধান্ত
১০. মূলধন বাজেট সিদ্ধান্ত ও চলতি মূলধন সিদ্ধান্তকে একসঙ্গে কী বলা হয়?
ক. মিশ্র সিদ্ধান্ত
খ. সমন্বিত সিদ্ধান্ত
গ. চলতি বাজেটিং সিদ্ধান্ত
ঘ. বিনিয়োগ সিদ্ধান্ত১১. মূলধন বাজেটিং সিদ্ধান্তের মাধ্যমে নিচের কোনটি মূল্যায়ন করা হয়?
ক. ঝুঁকির মাত্রা
খ. বিনিয়োগ সিদ্ধান্ত
গ. লভ্যাংশ নীতি
ঘ. মূলধন কাঠামো
১২. মালিকানার ভিত্তিতে অর্থায়ন দুই রকমের হয়ে থাকে —
ক. আংশিক মালিকানা ও পূর্ণ মালিকানা
খ. স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি
গ. সরকারি ও বেসরকারি
ঘ. স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি
১৩. উৎসের ভিত্তিতে অর্থায়ন কত ধরনের হয়ে থাকে?
ক. এক খ. দুই
গ. পাঁচ ঘ. ছয়
১৪. মুনাফার অবণ্টিত বা সংরক্ষিত অংশ থেকে যে অর্থায়ন করা হয়, তা নিচের কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
ক. অভ্যন্তরীণ অর্থায়ন
খ. বাহ্যিক অর্থায়ন
গ. অবণ্টিত অর্থায়ন
ঘ. ব্যক্তিগত অর্থায়ন
১৫. স্বল্পমেয়াদি অর্থায়নের সর্বোচ্চ মেয়াদ বা সময় কত?
ক. তিন মাস খ. ছয় মাস
গ. এক বছর ঘ. দুই বছর
১৬. অব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য নয়?
ক. সিকিউরিটি ইস্যু
খ. প্রাতিষ্ঠানিক অর্থায়ন
গ. জামানতযুক্ত অর্থায়ন
ঘ. দীর্ঘমেয়াদি অর্থায়ন
১৭. ক্রেডিট রেটিং কী?
ক. ধারে বিক্রয়ের ক্ষেত্রে কমিশনের রেট বা হার নির্ধারণ করা
খ. নিরপেক্ষ প্রতিষ্ঠান কর্তৃক ঋণ পরিশোধের সামর্থ্য যাচাই
গ. কোনো প্রতিষ্ঠানের ক্রেডিট নীতি বা ধারে বিক্রয়ের নীতি নির্ধারণ
ঘ. অতীতের মুনাফার হার বিশ্লেষণ করা
১৮. নিচের কোনটি অর্থায়নের নীতি নয়?
ক. ঝুঁকি প্রতিদান সমন্বয় নীতি
খ. সম্পদ সর্বাধিকরণ নীতি
গ. অর্থের সময়মূল্য নীতি
ঘ. ক্ষতিপূরণের নীতি
১৯.নিচের কোনটি ঝুঁকি প্রদান সমন্বয় নীতির সহায়ক নীতি নয়?
ক. উপযুক্ত কর নীতি
খ. ঝুঁকি পরিহার নীতি
গ. পোর্টফোলিও বৈচিত্র্যায়ণ নীতি
ঘ. ব্যবসায় চক্র বিশ্লেষণ নীতি
২০. ঝুঁকি বহুমুখীকরণ বা পোর্টফোলিও বৈচিত্র্যায়ণ নীতির মূল বক্তব্য কী?
ক. একটিমাত্র সম্পত্তিতে বিনিয়োগ করা
খ. একাধিক সম্পত্তিতে বিনিয়োগ করে ঝুঁকি হ্রাস করা
গ. ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করা
ঘ. পোর্ট বা বন্দর পর্যন্ত পণ্য পৌঁছে দেওয়ার নীতি
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.ক ২.খ ৩.ক ৪.খ ৫.গ ৬.ঘ ৭.ক ৮.ক ৯.গ ১০.ঘ ১১.খ ১২.গ ১৩.খ ১৪.ক ১৫.গ ১৬.ক ১৭.খ ১৮.ঘ ১৯.ক ২০.খ
লেখক- মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
তথ্য সূত্র- https://www.prothomalo.com/education/study/lho5un2x84