এইচএসসি ২০২২ - ভূগোল ২য় পত্র - অধ্যায় ৬ - বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

২১. দেশের মোট চিনিকলের কয়টি রংপুর বিভাগে অবস্থিত?
ক. ৩টি খ. ৫টি
গ. ৬টি ঘ. ৮টি
২২. স্বাধীনতার পরপর এ দেশে পাটশিল্পের অনুকূল নিয়ামক ছিল—
i. আন্তর্জাতিক বাজার
ii. কাঁচামাল
iii. নারী শ্রমিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব করিম ‘কেরু অ্যান্ড কোম্পানির’ চিনিকলে চাকরি করেন। বেসরকারি খাতে পরিচালিত এ কলটি একটু ব্যতিক্রমধর্মী।
২৩. কর্মরত জনাব করিমের কোম্পানিটি কোন বিভাগে অবস্থিত?
ক. রাজশাহী খ. রংপুর
গ. ঢাকা ঘ. খুলনা
২৪. চিনি ছাড়া এ কারখানায় কী উৎপন্ন হয়?
ক. কাগজ খ. মেথিলেটেড স্পিরিট
গ. গুড় ঘ. মিষ্টান্ন
২৫. ভারত বস্ত্র রপ্তানিতে কততম স্থানের অধিকারী?
ক. প্রথম খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. চতুর্থ
২৬. শ্রমিক সস্তা হওয়ায় কোন শিল্প বাংলাদেশে দ্রুত প্রসার লাভ করেছে?
ক. পোশাক খ. সিমেন্ট
গ. সার ঘ. ওষুধ
২৭. লৌহ ইস্পাতশিল্পের জন্য বিখ্যাত ‘ডেট্রয়েট’ কোথায় অবস্থিত?
ক. ইরি হ্রদের পশ্চিম
খ. সুপিরিয়ায় হ্রদের পশ্চিমে
গ. মিশিগান হ্রদের দক্ষিণে
ঘ. ওন্টারিও হ্রদের পশ্চিমে
২৮. চীনের কার্পাস বয়নশিল্পে প্রসিদ্ধ নয় কোন অঞ্চলটি?
ক. নানকিং খ. হাঞ্ছাও
গ. হ্যাংকে ঘ. শানজি
২৯. বাংলাদেশ ভূখণ্ডে প্রথম চিনিকল গড়ে ওঠে কোন স্থানে?
ক. দর্শনা খ. দাসুরিয়া
গ. সেতাবগঞ্জ ঘ. জগতি
৩০. বাংলাদেশে তৈরি পোশাকশিল্প উন্নয়নের কারণ—
i. সস্তা শ্রমশক্তি
ii. বিশ্ববাজারে চাহিদা
iii. কাঁচামালের সহজলভ্যতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৬: ২১.গ ২২.ক ২৩.ঘ ২৪.খ ২৫.খ ২৬.ক ২৭.ক ২৮.ঘ ২৯.ক ৩০.ক