পৌরনীতি ও সুশাসন ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

১১. পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন কে?
ক. গার্নার খ. লাস্কি
গ. ম্যাকাইভার ঘ. ই এম হোয়াইট
গ. ম্যাকাইভার ঘ. ই এম হোয়াইট
১২. জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছে কোন যুগে?
ক. প্রাচীন যুগে খ. মধ্যযুগে
গ. প্রাক্মধ্যযুগে ঘ. আধুনিক যুগে
গ. প্রাক্মধ্যযুগে ঘ. আধুনিক যুগে
১৩. নগররাষ্ট্রের স্কুলে আধুনিক যুগে কীরূপ রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠেছে?
ক. বিশ্বরাষ্ট্র খ. রাজতান্ত্রিক সাম্রাজ্য
গ. জাতীয় রাষ্ট্র ঘ. প্রকৃতির রাজ্য
গ. জাতীয় রাষ্ট্র ঘ. প্রকৃতির রাজ্য
১৪. নাগরিকতাবিষয়ক বিজ্ঞান কোনটি?
ক. অর্থনীতি
খ. সমাজবিজ্ঞান
গ. ইতিহাস
ঘ. পৌরনীতি ও সুশাসন
খ. সমাজবিজ্ঞান
গ. ইতিহাস
ঘ. পৌরনীতি ও সুশাসন
১৫. নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে জ্ঞানের যে শাখা, তার নাম কী?
ক. অর্থনীতি খ. পৌরনীতি ও সুশাসন
গ. ইতিহাস ঘ. নীতিশাস্ত্র
গ. ইতিহাস ঘ. নীতিশাস্ত্র
১৬. মানবসভ্যতা রক্ষার জন্য পৌরনীতি ও সুশাসন পাঠের জনপ্রিয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন কে?
ক. ই এম হোয়াইট খ. এফ আই গ্রাউড
গ. জর্জ বার্নার্ড শ ঘ. জ্যা জ্যাক রুশো
গ. জর্জ বার্নার্ড শ ঘ. জ্যা জ্যাক রুশো
১৭. পৌরনীতি ও সুশাসন পাঠ করলে একজন মানুষ কিসে উদ্বুদ্ধ হয়?
ক. আত্মস্বার্থে খ. রাজনীতিতে
গ. দেশপ্রেমে ঘ. সাহিত্যচর্চায়
গ. দেশপ্রেমে ঘ. সাহিত্যচর্চায়
১৮. Polites ও Polis শব্দ দুটির অর্থ যথাক্রমে কী কী?
ক. নাগরিক ও রাষ্ট্র
খ. জাতীয় রাষ্ট্র ও নাগরিক
গ. নগররাষ্ট্র ও নাগরিক
ঘ. নাগরিক ও নগররাষ্ট্র
খ. জাতীয় রাষ্ট্র ও নাগরিক
গ. নগররাষ্ট্র ও নাগরিক
ঘ. নাগরিক ও নগররাষ্ট্র
১৯. Polites & polis শব্দের অর্থ কোন ভাষার?
ক. গ্রিক খ. লাতিন
গ. ইংরেজি ঘ. জার্মান
গ. ইংরেজি ঘ. জার্মান
২০. বিশ্বব্যাংক সুশাসনের ধারণাটি কত সালে প্রথম ব্যবহার করে?
ক. ১৯৮৫ খ. ১৯৮৯
গ. ১৯৯০ ঘ. ১৯৯৫
গ. ১৯৯০ ঘ. ১৯৯৫
সঠিক উত্তর
অধ্যায় ১: ১১.ঘ ১২.ঘ ১৩.গ ১৪.ঘ ১৫.খ ১৬.গ ১৭.গ ১৮.ঘ ১৯.ক ২০.খ