নবম শ্রেণি - ভূগোল ও পরিবেশ | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অধ্যায় ১
১. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের ওপর সংজ্ঞা প্রদান করেন?
ক. ১৮৬৫ খ. ১৮৯৫
গ. ১৯৫৫ ঘ. ১৯৬৫
২. Geography শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
ক. ম্যাকনি খ. ইরাটোসথেনিস
গ. অ্যাকারাম্যান ঘ. সি সি পার্ক
৩. কোনটি জীব–ভূগোলের অন্তর্ভুক্ত?
ক. ব্যবসায়-বাণিজ্য পরিচালনা
খ. উদ্ভিদ ও জীবজন্তু
গ. অক্ষাংশ ও দ্রাঘিমাংশ
ঘ. শহরের ক্রমবিকাশ
৪. ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে—
i. প্রকৃতি
ii. শক্তি
iii. সমাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. ভূগোলকে ‘পৃথিবীর বিজ্ঞান’ বলেছেন কে?
ক. কার্ল রিটার খ. ম্যাকনি
গ. রিচার্ড হার্টশোন ঘ. ইরাটোসথেনিস
৬. Geo শব্দটির অর্থ কী?
ক. বর্ণনা খ. ভূ
গ. প্রকৃতি ঘ. পরিবেশ
৭. পরিবেশ প্রধানত কত প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. ছয় প্রকার
৮. প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে গঠিত পরিবেশকে কী বলে?
ক. সামাজিক পরিবেশ
খ. ভৌগোলিক পরিবেশ
গ. প্রাকৃতিক পরিবেশ
ঘ. সাংস্কৃতিক পরিবেশ
৯. মানুষের আচার-আচরণ, রীতিনীতি, মূল্যবোধ ইত্যাদি নিয়ে গঠিত পরিবেশ হলো—
ক. প্রাকৃতিক পরিবেশ
খ. ভৌগোলিক পরিবেশ
গ. সামাজিক পরিবেশ
ঘ. আধুনিক পরিবেশ
১০. পরিবেশের উপাদান কত প্রকার?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.ঘ ২.খ ৩.খ ৪.খ ৫.ক ৬.খ ৭.ক ৮.গ ৯.গ ১০.ক
সূত্র- প্রথম আলো।