গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
⫸ আবেদনের ন্যূনতম যোগ্যতা:
✔ বিজ্ঞান বিভাগ (অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে)—বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন জিপিএ ৫.০০
✔ ব্যবসায় শিক্ষা বিভাগ– বাংলা মাধ্যম ৩.৫০
✔ মানবিক বিভাগ–বাংলা মাধ্যম ৩.০০ ।
⫸ বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে:
✔ বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে ৩.৫০
✔ বিজ্ঞান থেকে মানবিক শিক্ষা বিভাগে ৩.৫০
✔ ব্যবসায় শিক্ষা থেকে মানবিক বিভাগে ৩.০০
⫸ অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ:
✔ ৭ ডিসেম্বর ২০২২ দিবাগত রাত ১২:০১টা থেকে
✔ ১১ ডিসেম্বর ২০২২ রাত ১২.০০ টা পর্যন্ত।
⫸ আবেদনপত্র পূরণের নিয়মাবলী:
✔ একটি জিমেইল থেকে শুধুমাত্র একবারই আবেদন করা যাবে।
✔ সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শুধুমাত্র ছাত্ররা আবেদন করতে পারবে।
✔ অনলাইনে আবেদনপত্রটি পূরণ করতে একটি গুগল অ্যাকাউন্ট লাগবে। যদি অ্যাকাউন্ট না থাকে তবে এই লিঙ্কে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট খোলা যাবে। গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে ফর্মের মূল্য পরিশোধ করলে আবেদন ফর্মটি প্রদর্শিত হবে।
✔ আবেদনপত্রের মূল্য ৩০০ টাকা (+ প্রেরণ খরচ) যা বিকাশ/নগদ/রকেট/ভিসা কার্ড/মাস্টার কার্ড দিয়ে পরিশোধযোগ্য।
✔ ফর্মে এ বর্ণিত ধাপসমূহে সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদনপত্রে অসত্য বা ভুল কোনো তথ্য দিলে সে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে।
✔ একজন ছাত্র শুধু একটি বিভাগেই আবেদন করতে পারবে।
✔ আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে।
✔ আবেদনপত্রটি জমা হয়ে গেলে কোনো রকম তথ্য সংযোজন বা বিয়োজন করা যাবে না।
✔ আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করলে Admit Card ডাউনলোড করার অপশন আসবে। Admit Card ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে, এবং পরীক্ষার সময় তা প্রিন্ট করে আনতে হবে।
✔ পরীক্ষার সময় ক্যালকুলেটর ব্যাবহার করা যাবেনা।
✔ একবারের বেশি পেমেন্ট করার প্রয়োজন নেই, এক্ষেত্রে পরের বারের টাকা ফেরত যোগ্য নয়।
✔ ফর্ম পূরণের সময় Back বা Refresh বাটন ব্যবহার করা যাবে না।
✔ নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে।
✔ টাকা জমা দেয়ার পর বিকাশ/নগদ/অন্যান্য পেমেন্টের ট্রানজেকশন আইডি সংরক্ষণ করতে হবে।
✔ টাকা জমা দেয়ার পর যদি ফরম পূরণ করতে না পারেন তাহলে নিচের ই-মেইলে পমেন্টে রিসিট, ট্রানজেকশন আইডি এবং ব্যক্তিগত মোবাইল নম্বর পাঠিয়ে দিন।
Note- এই ইমেইলে পাঠাবেন- Email: admissions@sjs.edu.bd
⫸ আবেদনের নিয়ম:
প্রতিষ্ঠানের ওয়েবসাইট ক্লিক করুন অথবা ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করে ভর্তি প্রক্রিয়ার খরচ বাবদ bKash/Nagad/Rocket/Nexus/MTBL/Visa Card/Master Card এর মাধ্যমে (চার্জ ব্যতীত) ৩০০ টাকা (অফেরযোগ্য) এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদনপত্র সাবমিট করতে হবে।
⫸ ভর্তি প্রক্রিয়া: লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে।
⫸ লিখিত পরীক্ষার বিষয়:
বিজ্ঞান বিভাগ: ইংরেজি, পর্দার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, ও জীববিজ্ঞান।
মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, ও সাধারণ জ্ঞান (ভূগোল ও পরিবেশ, ইতিহাস ও বিশ্বসভ্যতা, অর্থনীতি ও পৌরনীতি)।
ব্যবসায় শিক্ষা বিভাগ: ইংরেজি, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং এবং ব্যবসায় উদ্যোগ।
⫸ বিভাগ পরিবর্তন: বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগে আসতে চাইলে তাদেরকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে হবে। ব্যবসায় শিক্ষা থেকে মানবিক বিভাগ আসতে চাইলে তাদেরকে ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিতে হবে।
⫸ লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ: ১৫ এবং ১৭ ডিসেম্বর, ২০২২ সকাল ০৮.৩০ থেকে বিকেল ৫.০০ টা ।
⫸ ভর্তি পরীক্ষার সময় অবশ্যই সঙ্গে নিতে হবে:
✔ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অ্যাডমিট কার্ড
✔ এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের ইন্টারনেট কপি।
⫸ বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: ক্লিক করুন
⫸ ভর্তি বিজ্ঞপ্তি দেখতে: ক্লিক করুন