এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র - অধ্যায় ৮ - বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

১. স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি, জীর্ণতা, কালের বিবর্তন ইত্যাদি দৃশ্য বা অদৃশ্য কারণে সম্পত্তির গুণ, পরিমাণ ও মূল্যে যে চিরন্তন বা অবিরাম হ্রাস ঘটে, তাকে কী বলা হয়?
ক. অপচয় খ. অবচয়
গ. সম্পত্তির মূল্য হ্রাস ঘ. কুঋণ
২. ‘Depreciation’ শব্দটির উৎপত্তি ঘটেছে কোন শব্দ থেকে?
ক. লাতিন খ. ফারসি
গ. আরবি ঘ. ইংরেজি
৩. ইংরেজি ‘Depreciation’ শব্দটির উৎপত্তি লাভ করেছে কোন শব্দ থেকে?
ক. Department খ. Depretium
গ. Deferant ঘ. Delputium
৪. ইংরেজি ‘De’ বলতে কী বোঝায়?
ক. বেড়ে যাওয়া খ. হ্রাস পাওয়া
গ. হ্রাস–বৃদ্ধি পাওয়া ঘ. জমা হওয়া
৫. ইংরেজি ‘Pretium’ বলতে কী বোঝায়?
ক. মূল্য খ. খরচ
গ. বৃদ্ধি পাওয়া ঘ. দাম
৬. অবচয় একটি কোন ধরনের হিসাব?
ক. আয়বাচক
খ. নামিক হিসাব
গ. সম্পত্তিবাচক হিসাব
ঘ. স্থায়ী হিসাব
৭. হিসাববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অবচয় নির্ধারণের সময় কয়টি মৌলিক বিষয় বিবেচনা করতে হয়?
ক. দুইটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৮. কোন প্রকার সম্পদের ওপর অবচয়ের পরিবর্তে অবলোপন ধার্য করা হয়?
ক. স্থায়ী সম্পদ
খ. চলতি সম্পদ
গ. অদৃশ্যমান সম্পত্তি
ঘ. দৃশ্যমান সম্পত্তি
৯. অবচয় রাখার উদ্দেশ্য কী?
ক. কর ফাঁকি দেওয়া
খ. লাভের অংশ কমানো
গ. মূলধন ফেরত পাওয়া
ঘ. সম্পত্তি প্রতিস্থাপন
১০. অবচয় একধরনের—
ক. নগদ ব্যয় খ. অনগদ ব্যয়
গ. মোট মুনাফা ঘ. আয়
সঠিক উত্তর
অধ্যায় ৮: ১.খ ২.ক ৩.খ ৪.খ ৫.ক ৬.খ ৭.খ ৮.গ ৯.ঘ ১০.খ