HSC – মনোবিজ্ঞান MCQ- 2
মনোবিজ্ঞান ১ম পত্র
৩য় অধ্যায়
১. উত্তেজনা অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে কোথায় যায়?
ক. হাতে
খ. পায়ে
গ. নাকে
● মস্তিষ্কে
২. আসমা রাগে উত্তেজিত হয়ে মায়াকে থাপ্পড় দিল- এটি কিসের উদাহরণ?
ক. সন্নিকর্ষের ক্রিয়া
খ. কার্যসম্পাদন
গ. স্নায়বিক ক্রিয়া
● প্রতিবর্তী ক্রিয়া
৩. কাজ অনুসারে স্নায়ুকোষ মূলত কত ধরনের?
ক. দুই
● তিন
গ. চার
ঘ. পাঁচ
৪. বাইরের উদ্দীপনা গ্রহণে নিউরনের কোন অংশ দায়ী?
ক. কোষদেহ
● স্নায়ুকেশ
গ. স্নায়ুশাখা
ঘ. প্রান্তগুচ্ছ
৫. স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটি?
ক. গ্রন্থি
খ. নিউরন
● মস্তিষ্ক
ঘ. কলা
৬. মনোবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কী?
ক. বুদ্ধি
খ. মন
গ. আবেগ
● আচরণ
৭. আচরণের জৈবিক ভিত্তি কোনটি?
ক. মস্তিষ্ক
● স্নায়ুতন্ত্র
গ. কলা
ঘ. নিউরন
৮. দেহের একক কী?
ক. কলা
● কোষ
গ. স্নায়ুতন্ত্র
ঘ. নিউরন
৯. খালি চোখে দেখা যায় না কোনটি?
ক. স্নায়ুতন্ত্র
খ. পাকস্থলী
● কোষ
ঘ. গ্রন্থি
১০. একই জাতীয় অনেকগুলো কোষ মিলে কী গঠিত হয়?
ক. গ্রন্থি
খ. তন্ত্র
গ. অঙ্গ
● কলা
Source- courstika















