আবার কার্যক্রম শুরু করলো বাংলা স্টুডেন্ট কর্তৃপক্ষ
আবার কার্যক্রম শুরু করলো বাংলা স্টুডেন্ট কর্তৃপক্ষ। ৭ দিন বন্ধ থাকার পর আজকে থেকে পুনরায় সকল বিভাগের কার্যক্রম শুরু করেছে। গত শনিবার ০৩/০৮/২০২৪ ইং দিবাগত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে একাত্মতা ঘোষণা করে সকল বিভাগের কার্যক্রম বন্ধ ঘোষণা করে।
উল্লেখ্য গত জুলাই থেকে কোটা বিরোধী আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সার্বিক ভাবে মাঠে ছাত্রদের পাশে ছিলো বাংলা স্টুডেন্ট পরিবারের সকল সদস্য। সর্বশেষ আন্দোলনে বাংলা স্টুডেন্ট ব্যানারে ৬ জন ছাত্র, সিইও সহ ৩ জন কর্মী আহত হয়। আন্দোলনের শুরু থেকে ফেসবুক পেজে আন্দোলনের পক্ষে থাকায়, বিভিন্ন লিখা ও মিম, ট্রল করায় উপরের মহলের চাপে বাংলা স্টুডেন্টএর সকল বিভাগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
আহত ১০ জনের মধ্যে ৮ জন বাড়ীতে ফিরলেও ২ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সারা বাংলাদেশে আহত ছাত্রছাত্রীদের ও সাধারণ জনগণ যাতে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে তার জন্য দোয়া করি সেই সাথে নিহত সকল শহীদদের পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। আল্লাহ ওনাদের কে বেহেশত নসীব করুক।
বাংলা স্টুডেন্ট পরিবারের পক্ষ থেকে নতুন বাংলাদেশের সরকার ও সকল উপদেষ্টা সহ আপামর জনতাকে জানাই শুভেচ্ছা। আমাদের সকল ছাত্রছাত্রী ও অভিভাবকগণকে আমাদের পাশে থেকে শিক্ষা ব্যবস্থাকে আরো দ্রুত সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করবেন এই আশা করছি।