পঞ্চম শ্রেণির বাংলা প্রশ্নোত্তর
শব্দদূষণ
প্রশ্ন: যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করে বাক্যে প্রয়োগ দেখাও।
ব্দ, ল্ল, জ্ব, ন্ত, স্ত
উত্তর
যুক্তবর্ণ শব্দ বাক্যে প্রয়োগ
ব্দ শব্দ শহরে হাজার রকমের শব্দ কান ঝালাপালা করে দেয়।
ল্ল পল্লি পল্লির মেঠোপথ ধরে হেঁটে বেড়াতে খুব ভালো লাগে।
জ্ব জ্বলজ্বল জোনাকি পাখি অন্ধকারে জ্বলজ্বল করে জ্বলে।
ন্ত শান্তি গ্রামে শব্দদূষণ কম, তাই মনের শান্তি বজায় থাকে।
স্ত রাস্তা মাঝরাতে গ্রামের রাস্তা ফাঁকা থাকে।
স্মরণীয় যাঁরা চিরদিন
প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো।
অবরুদ্ধ, অবধারিত, নির্বিচারে, বরেণ্য, পাষণ্ড, মনস্বী, যশস্বী।
উত্তর
প্রদত্ত শব্দ অর্থ
অবরুদ্ধ শত্রু দিয়ে বেষ্টিত, বন্দী
অবধারিত অনিবার্য, নির্ধারিত, যা হবেই
নির্বিচারে কোনো রকম বিচার বিবেচনা ছাড়া
বরেণ্য মান্য
পাষণ্ড নির্দয়
মনস্বী উদারমনা
যশস্বী বিখ্যাত, কীর্তিমান
প্রশ্ন: নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
অবরুদ্ধ, অবধারিত, আত্মদানকারী, বরেণ্য, নির্বিচারে, যশস্বী, পাষণ্ড।
ক. একসময় তারা হয়ে পড়ে
খ. পরাজয় বুঝতে পেরে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে।
গ. পাকিস্তানিরা একে একে হত্যা করে এ দেশের মেধাবী, আলোকিত ও মানুষদের।
ঘ. মুক্তিযুদ্ধে শহিদরা মহান হিসেবে চিরস্মরণীয়।
ঙ. পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা হত্যা করে এ দেশের নিদ্রিত মানুষকে।
চ. অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শন শাস্ত্রের শিক্ষক।
ছ. কিছু লোক যোগ দেয় ওইসব বাহিনীতে।
উত্তর
ক. একসময় তারা অবরুদ্ধ হয়ে পড়ে
খ. পরাজয় অবধারিত বুঝতে পেরে পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে ।
গ. পাকিস্তানিরা একে একে হত্যা করে এ দেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের।
ঘ. মুক্তিযুদ্ধে শহিদরা মহান আত্মদানকারী হিসেবে চিরস্মরণীয়।
ঙ. পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা নির্বিচারে হত্যা করে নিদ্রিত মানুষকে।
চ. অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শন শাস্ত্রের যশস্বী শিক্ষক।
ছ. পাষণ্ড কিছু লোক যোগ দেয় ওইসব বাহিনীতে।