আমার আর ‘স্বপ্ন নিয়ে’র শুভেচ্ছা নিয়ো। সবকিছু ঠিক থাকলে, আজ বিকেলের মধ্যে তোমাদের এসএসসি পরীক্ষার সব পর্ব শেষ হবে। করোনা অতিমারির ভয়ংকর ছোবলের মাত্রা কমে যাওয়ায় মানুষ আবার তার ছন্দে ফেরার চেষ্টা করছে। কিন্তু অন্যদের তুলনায় তোমাদের হারিয়ে যাওয়া দিনগুলো তোমাদেরকে অনেক বেশি ভোগাবে। গত বছর মার্চ মাসে যখন তোমরা মাত্র দশম শ্রেণির মূল পড়ালেখায় ঢুকেছ, তখনই স্কুলগুলো বন্ধ হয়ে যায়।
তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অনেকে হয়তো সততার সঙ্গে, গুরুত্ব সহকারে অ্যাসাইনমেন্টগুলো করোনি বা করতে পারোনি। আবার অনেকেই শুরু থেকে পড়াশোনার জগতে, নিজেকে তৈরি করার কাজে সক্রিয় ছিলে। সঙ্গে ছিল বাড়তি একটা ব্যাপার—তা হলো দীর্ঘ সময় তুমি মা-বাবা ভাইবোনদের সঙ্গে কাটিয়েছ। স্কুল শুরুর পর এত লম্বা ছুটি আর কখনো পাওনি। তুমি হয়তো এই সময়ের মধ্যেই টের পেয়েছ—মা বাসায় থাকলেও তাঁকে কত কাজ করতে হয়, বাবার ওপর কত শত দায়িত্ব। ছোট ভাইবোনদের দেখভাল করার মতো কিছু দায়িত্ব হয়তো তুমিও নিয়েছ। কিংবা বড় ভাই বা বোনের কাছ থেকে শিখেছ নতুন কিছু।