৮ম শ্রেণী - বাংলা - মডেল টেস্ট
সৃজনশীল প্রশ্ন (মান : ৬০)
সময় : ২ ঘণ্টা ১০ মিনিট
[উদ্দীপকগুলো পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১০ (১+২+৩+৪)]
১। মুহিত, রনি ও নুহাশ একদিন স্কুলে যাওয়ার পথে নুহাশ একটি লকেটসহ সোনার চেইন কুড়িয়ে পায়। জাহিদ বয়সে বড় ছিল, সে প্রথমে এটি বিক্রি করে টাকা ভাগ করে নিতে চেয়েছিল। কিন্তু পরক্ষণেই তারা বুঝতে পারে, অন্যের জিনিস এভাবে বিক্রি করলে অন্যায় করা হবে। তাই তারা তিনজনে বুদ্ধি করল, প্রকৃত মালিক খুঁজে বের করে যার জিনিস তাকে ফেরত দেবে। শেষ পর্যন্ত তারা সফল হলো।
ক) টিনের বাক্সটি কুড়িয়ে পেয়েছিল কে?
খ) ‘কালবৈশাখীর ঝড় মানেই আম কুড়ানো’—এ কথা কেন বলা হয়েছে?
গ) উদ্দীপকের সঙ্গে ‘পড়ে পাওয়া’ গল্পের মিল দেখাও।
ঘ) উদ্দীপকের কিশোরদের দায়িত্বশীলতা এবং ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরদের দায়িত্বশীলতা যেন একই—আলোচনা করো।
২। কে রোধে তাঁহার বজ্রকণ্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতা খানি,
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’
(ক) ‘মার্শাল ল’ জারি করে আইয়ুব খান কত বছর বাঙালির ওপর শাসন করেছে? (খ) ‘আজ বাংলার মানুষ মুক্তি চায়’—বলতে কী বোঝানো হয়েছে? (গ) উদ্দীপকের ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকটি ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ প্রবন্ধের মূল ভাবকে পুরোপুরি ধারণ করতে পেরেছে’—তোমার মতামত দাও।
৩। কালামের বাবার দোকানে নববর্ষের দিনে হালখাতা অনুষ্ঠান হয়। কয়েক দিন থেকে কামাল ও জামাল দুই ভাই খুব ব্যস্ত। তার বাবার দোকানটি হালখাতা উপলক্ষে ঝালর কাটা লাল নীল সবুজ বেগুনি কাগজ দিয়ে সাজাচ্ছে। তারা ওই দিন ধূপ জ্বালাবে, নতুন হিসাবের খাতা খুলবে। তারা গ্রাহক ও খরিদ্দারকে মিষ্টিমুখও করাবে।
ক) কোন সম্রাটের সময় বাংলা সন চালু হয়?
খ) বাংলা নববর্ষ আমাদের প্রধান জাতীয় উৎসব কেন?
গ) উদ্দীপকের সঙ্গে ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের যে মিল তা চিহ্নিত করো।
ঘ) উদ্দীপকটির অনুষ্ঠান বাংলা নববর্ষের একমাত্র অনুষ্ঠান নয়—মন্তব্যটি বিশ্লেষণ করো।
খ বিভাগ (পদ্য)
৪। লেখা নেই রক্তে ধর্ম জাতি
গোত্র বর্ণ ভেদ;
তবু কেন এত চলে হানাহানি
মানবতা বিচ্ছেদ?
উদার আকাশ, আলো ও প্রকৃতি
ফুসফুস জুড়ে বায়ু
মানবধর্ম দান করে সবে
শাশ্বত পরমায়ু।
ক) লালন শাহ কোথায় জন্মগ্রহণ করেন?
খ) গঙ্গাজল ও কূপজল ভিন্ন নয় কেন?
গ) উদ্দীপকের কবিতাংশ ‘মানবধর্ম’ কবিতার সঙ্গে কিভাবে সাদৃশ্যপূর্ণ—ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের কবিতাংশের এবং ‘মানবধর্ম’ কবিতার মূল সুর এক। মন্তব্যটি মূল্যায়ন করো।
৫। বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর অনিকের ইচ্ছা হলো, গ্রামে গিয়ে বয়স্কদের জন্য নৈশ স্কুল চালুর পাশাপাশি তার বাবার কাজে সহযোগিতা করা। কিন্তু তার বন্ধুরা সবাই বড় বড় চাকরি করছে। তাই সে দ্বিধাগ্রস্ত। বন্ধুদের সমালোচনার ভয়ে সে তার পরিকল্পনা বাদ দিল।
ক) হৃদয়ে কিসের মতো শুভ্র চিন্তা ওঠে?
খ) শক্তি মরে ভীতির কবলে—কেন?
গ) উদ্দীপকের অনিকের মধ্য দিয়ে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন বিশেষ দিকটি প্রতিফলিত হয়েছে?
ঘ) ‘দ্বিধাদ্বন্দ্ব মানুষের কাজকে ব্যর্থতায় পর্যবসিত করে’—উক্তিটি ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার আলোকে বিশ্লেষণ করো।
৬। আমি ভালোবাসি আমার
নদীর বালুচর
শরৎকাল যে নির্জনে
চকাচকির ঘর
যেথায় ফোটে কাশ
তটের চারিপাশ
শীতের দিনে বিদেশি সব
হাঁসের বসবাস।
ক) কবি জসীমউদ্দীন কত সালে মৃত্যুবরণ করেন?
খ) ‘থোকা থোকা ধানের ছড়া’ বলতে কী বোঝানো হয়েছে?
গ) উদ্দীপকটি ‘দেশ’ কবিতার সঙ্গে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ—তা ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের কবিতাংশটিতে ‘দেশ’ কবিতার সামগ্রিক ভাব কি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
৭। চন্দ্রা গ্রামের বাবুর শক্তি ও সাহসিকতার কথা সবার জানা। তাই কেউ কোনো সমস্যায় পড়লে তাকে ডাকা চাই। একদিন রহিমদের ষাঁড়টি ঘর থেকে ছুটে মানুষের ক্ষতি করতে শুরু করল। বাবু একাই সেটিকে বাগিয়ে আনল।
ক) বীর যোদ্ধা শামের পুত্রের নাম কী?
খ) রখ্শ মহানন্দে হ্রেষাধ্বনি করে কেন?
গ) উদ্দীপকের বাবুর মাঝে ‘সোহরাব রোস্তম’ গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
ঘ) উক্ত দিকটি রোস্তম চরিত্রের পূর্ণাঙ্গ পরিচয় নয়—‘সোহরাব রোস্তম’ গল্পের আলোকে বক্তব্যটি বিশ্লেষণ করো।
৮। আব্দুল আলী খেয়ালি এবং হাস্যরসিক একজন মানুষ। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে খুব ভাব ছিল। যেকোনো গল্পের আসর সে জমিয়ে রাখত। সংসারে উদাসীনতার কারণে তার স্ত্রী তাকে সব সময় বকাঝকা করত। তাই একদিন সে রাগ করে বনে গেল এবং সেখানে একটা কুঁড়েঘর বানিয়ে বসবাস করতে লাগল। সে প্রতিজ্ঞা করেছে, তার স্ত্রী মারা না যাওয়া পর্যন্ত সে গ্রামে ফিরবে না।
ক) রিপ ভ্যানের একমাত্র পোষা কুকুরের নাম কী?
খ) রিপ ভ্যান পাহাড় ঘুরে বেড়াত কেন?
গ) উদ্দীপকের আবদুল আলীর সঙ্গে রিপ ভ্যান উইংকলের সাদৃশ্য কোথায়? আলোচনা করো।
ঘ) উদ্দীপকের আবদুল আলী পুরোপুরি রিপ ভ্যান উইংকল নয়—উদ্দীপক ও গল্পের আলোকে এর সত্যতা নিরূপণ করো।
৯। মিজান ও সেজান দুই ভাই হলেও তাদের দুজনের চরিত্রের বৈশিষ্ট্য ভিন্ন। মিজান ছোটবেলা থেকেই ভদ্র, পরোপকারী, সহজ-সরল। বন্ধু মহলেও তার খুব সুনাম ছিল। তাই ছোট-বড় সবাই তাকে ভালোবাসে। অন্যদিকে সেজান ছিল চঞ্চল, অহংকারী ও লোভী। তাই সে বড় হয়ে সুদের ব্যবসা করত এবং মানুষ বিপদে পড়লে কখনোই সাহায্য-সহযোগিতা তো করতই না, উপরন্তু অন্যায়ভাবে হেনস্তা করত।
ক) শাইলকের মেয়ের নাম কী?
খ) শাইলক-অ্যান্টনিওর ধ্বংস কামনা করত কেন?
গ) উদ্দীপকের সেজান চরিত্রের সঙ্গে ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের যে চরিত্রের মিল রয়েছে, তা ব্যাখ্যা করো। ঘ) উদ্দীপকটি ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের খণ্ডচিত্র মাত্র—উক্তিটি মূল্যায়ন করো।