সপ্তম শ্রেণি - বাংলা - সংকল্প কবিতা-প্রশ্নোত্তর
সংকল্প
প্রশ্ন: সংকল্প কবিতার মূলভাব লেখো।
উত্তর: সংকল্প কবিতার মূলভাব নিচে লেখা হলো:
কিশোর মন চিরকৌতূহলী। সে জানতে চায় বিশ্বের সবকিছু। আবিষ্কার করতে চায় অসীম আকাশের সব অজানা রহস্য। বুঝতে চায় কেন মানুষ অসীমে, অতলে, অন্তরীক্ষে ছুটছে। বীর কেন জীবন বিপন্ন করে মৃত্যুকে বরণ করছে। সে আরও জানতে চায়, ডুবুরি কেমন করে গভীর পানিতে ডুব দিয়ে মুক্তা আহরণ করছেন। দুঃসাহসী অভিযাত্রী কেমন করে আকাশের দিকে উড়ে চলছে। কিশোর মন তাই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, ঘরে আবদ্ধ না থেকে এই পৃথিবীর সবকিছুকে ঘুরে-ফিরে দেখবে।
প্রশ্ন: ক্রিয়াপদের সাধু ও চলিত রূপ লেখো।
উত্তর
চলিত রূপ সাধু রূপ
আঁকব আঁকিব
দেখব দেখিব
ঘুরছে ঘুরিতেছে
ছুটছে ছুটিতেছে
আসছে আসিতেছে
চলছে চলিতেছে
প্রশ্ন: ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলোকে বর্তমান ও অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করো।
উত্তর
ভবিষ্যৎ বর্তমান অতীত
থাকব থাকি থেকেছিলাম
দেখব দেখি দেখেছিলাম
শুনব শুনি শুনেছিলাম
খাব খাই খেয়েছিলাম
বেড়াব বেড়াই বেড়িয়েছিলাম
ঘুরব ঘুরি ঘুরেছিলাম
পড়ব পড়ি পড়েছিলাম
খেলব খেলি খেলেছিলাম
চড়বচড়িচড়েছিলাম