বহুনির্বাচনি প্রশ্নোত্তর- ছবির রং -
১। সুমন লাল ও হলুদ রং মিশালে কী রং পাবে?
ক. নীল খ. হলুদ গ. কমলা ঘ. বেগুনি। উত্তর: ঘ. বেগুনি
২. কচু ফুলের রং কীরূপ?
ক. লাল খ. নীল গ. হলুদ ঘ. কমলা। উত্তর: ঘ. কমলা
৩। আকাশের রংধনুতে কোন রংটি থাকে না?
ক. লাল খ. গোলাপি গ. নীল ঘ. সাদা। উত্তর: ঘ. সাদা
৪। কোন ঋতুতে প্রচুর বৃষ্টিপাত হয়?
ক. গ্রীষ্মকালে খ. বর্ষাকালে গ. শীতকালে ঘ. বসন্তকালে
উত্তর: খ. বর্ষাকালে
৫। গাছপালা বর্ষাকালে সতেজ হয় কেন?
ক. আবহাওয়া শুষ্ক থাকে বলে খ. মাটি শুকনো থাকে
গ. পানি পায় বলে ঘ. প্রচুর রোদ পায় বলে
উত্তর: গ. পানি পায় বলে
৬। চাষিরা কখন দলবেঁধে ফসল কাটা শুরু করেন?
ক. বর্ষাকালে খ. শরৎকালে গ. বসন্তকালে ঘ. হেমন্তকালে।
উত্তর: ঘ. হেমন্তকালে
৭. কোন ঋতুকে ফসলের ঋতু বলা হয়?
ক. শীত খ. বসন্ত গ. হেমন্ত ঘ. শরৎ। উত্তর: গ. হেমন্ত
৮। শরৎকালে আকাশে মেঘ কিসের মতো উড়ে বেড়ায়?
ক. পাতার মতো খ. ঘুড়ির মতো গ. পেঁজা তুলার মতো ঘ. পাখির মতো
উত্তর: গ. পেঁজা তুলার মতো
৯. হাশেম খান পেশায় কী ছিলেন?
ক. অধ্যাপক খ. ব্যবসায়ী গ. চাকরিজীবী ঘ. কৃষক
উত্তর: ক. অধ্যাপক।