সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় - বহুনির্বাচনি প্রশ্ন
১। কোনটিকে বাদ দিয়ে বাঙালি সংস্কৃতির কথা ভাবা যায় না?
ক. প্রকৃতি খ. অর্থনীতি
গ. কৃষি ঘ. দুর্যোগ
২। সুন্দরবন অঞ্চলের মানুষ কাকে নানাভাবে স্মরণ করে?
ক. পীর বদরকে খ. ঈশ্বরকে
গ. দেবতাকে ঘ. বনবিবিকে
৩। কার জীবনকে ঘিরে বৈশাখী পূর্ণিমায় উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে?
ক. গৌতম বুদ্ধ খ. শ্রী রামকৃষ্ণ
গ. স্বামী বিবেকানন্দ ঘ. যিশুখ্রিস্ট
৪। যিশুখ্রিস্টের জন্মদিনে পালিত হয়—
ক. বৈশাখী পূর্ণিমা খ. বড়দিন
গ. বৌদ্ধ পূর্ণিমা ঘ. মধু পূর্ণিমা
৫। ‘কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহু দূর? মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর।’ উক্তিটি কার?
ক. স্বামী বিবেকানন্দ খ. শেখ ফজলুল করিম
গ. কাজী নজরুল ইসলাম ঘ. জসীমউদ্দীন
৬। প্রায় সব মেলায়ই আয়োজন থাকে—
i. বাউল গানের
ii. যাত্রার
iii. থিয়েটারের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৭। আমাদের কৃষ্টির অংশ—
i. তালপাতার পুঁথি
ii. কাঠের শিল্পকর্ম
iii. শঙ্খের কাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৮। বাংলা ক্যালেন্ডার মূলত কাদের জীবনযাপনের সঙ্গে সম্পর্ক রেখে তৈরি?
ক. কৃষি সমাজের
খ. নাগরিক সমাজের
গ. শিল্প সমাজের
ঘ. পশুপালন সমাজের
উত্তর : ১. ক ২. ঘ ৩. ক ৪. খ ৫. খ ৬. ঘ ৭. ঘ ৮. ক।