ব্যবসায় উদ্যোগ ২য় অধ্যায়
১. ঝুঁকি আছে জেনেও লাভের আশায় কষ্টসাধ্য কাজে হাত দেওয়াকে কী বলা হয়?
ক. উদ্যোক্তা
√খ. উদ্যোগ
গ. শিল্পোদ্যোগ
ঘ. ব্যবসায়
২. কোনটি ব্যবসায় উদ্যোগমূলক কর্মকাণ্ড
ক. বিনোদনের উদ্দেশ্যে গান করা
খ. জনসেবার উদ্দেশ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ
গ. শিক্ষকতার মাধ্যমে অর্থ উপার্জন
√ঘ. ওষধের দোকান
৩. যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে কিসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ?
√ক. উদ্যোগ ও উদ্যোক্তা
খ. ব্যবসায় উদ্যোগ
গ. অর্থ
ঘ. কৃষি
৪. ব্যবসায় উদ্যোগ এর ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Enterpreneurshep
√খ. Entrepreneurship
গ. Entrepreneur
ঘ. Extrepreneur
৫. যিনি ব্যবসায় উদ্যোগ গ্রহণ করেন তাকে বলা হয়-
ক. উদ্যোক্তা
√খ. ব্যবসায় উদ্যোক্তা
গ. কর্মঠ
ঘ. মালিক
৬. রাকিব একজন শিক্ষিত বেকার। তিনি অন্যের অধীনে চাকরি করা পছন্দ করেন না। তিনি যদি ব্যবসায় করতে চান তবে তাকে প্রথমে কী করতে হবে?
ক. ঋণ গ্রহণ করতে হবে
খ. মূলধন গঠন করতে হবে
গ. ঝুঁকি গ্রহণ করতে হবে
√ঘ. উদ্যোগ গ্রহণ করতে হবে
৭. বাজারে আমের চাহিদা প্রচুর থাকা সত্ত্বেও মামুন কম পরিমাণে আম সরবরাহ করেছেন। এক্ষেত্রে মামুনের কম সরবরাহের কারণ কোনটি?
ক. দূরদৃষ্টির অভাব
খ. মূলধনের অভাব
গ. অভিজ্ঞতার অভাব
√ঘ. ঝুঁকি গ্রহণের সাহসিকতার অভাব
৮. আমিনুল ছোটবেলা থেকে কী ভাবতেন?
ক. চাকরি করা
√খ. নতুন কিছু করা
গ. ব্যবসা করা
ঘ. ড্রাইভার হওয়া
Source- courstika