ব্যবসায় উদ্যোগ - ১ম অধ্যায় - এমসিকিউ
ব্যবসায় উদ্যোগ ১ম অধ্যায়
১. আইনের দৃষ্টিতে ব্যবসায় হলো-
ক. মুনাফা অর্জনের জন্য পরিচালিত ব্যবসায়
√খ. বৈধতার সাথে পরিচালিত ব্যবসায়
গ. সামাজিক উন্নয়নে পরিচালিত ব্যবসায়
ঘ. অর্থনৈতিক উন্নয়নে পরিচালিত ব্যবসায়
২. ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করেন কেন?
√ক. মুনাফার আশায়
খ. সম্পদ বৃদ্ধি করতে
গ. ব্যবসায় বাড়াতে
ঘ. কর্মসংস্থান তৈরি করতে
৩. কোনটি ব্যবসায় উৎপত্তির মূল কারণ?
ক. প্রয়োজনবোধ
√খ. অভাববোধ
গ. চাহিদাবোধ
ঘ. দায়বোধ
৪. মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জন প্রচেষ্টায় জড়িত হয় কেন?
ক. মুনাফা অর্জনের লক্ষ্যে
খ. ব্যবসায়ী হওয়ার লক্ষ্যে
√গ. অভাব পূরণের লক্ষ্যে
ঘ. চাহিদা পূরণের লক্ষ্যে
৫. মূলত ব্যবসায়ের উদ্ভব হয়-
√ক. অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরে
খ. অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডকে ঘিরে
গ. সৃজনশীল চিন্তা-ভাবনার মাধ্যমে
ঘ. উদ্যোক্তার উদ্যোগ গ্রহণের মাধ্যমে
৬. বিউটি পার্লার একটি-
ক. সামাজিক কাজ
খ. সেবামূলক কাজ
√গ. অর্থনৈতিক কাজ
ঘ. ঐতিহ্যগত কাজ
৭. মুনাফার আশায় ধান-চাল, হাঁস-মুরগি ও ফার্মেসি এবং বিউটি পার্লার পরিচালনা-
ক. উৎপাদনমূলক কর্মকাণ্ড
খ. প্রত্যক্ষ সেবা
√গ. অর্থনৈতিক কর্মকাণ্ড
ঘ. সবকয়টি
৮. মুনাফার আশায় কৃষক কর্তৃক ধান চাষ গণ্য হবে-
ক. সেবা হিসেবে
√খ. ব্যবসায় হিসেবে
গ .শিল্প হিসেবে
ঘ. বাণিজ্য হিসেবে
৯. ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি ব্যবসায়ীকে কোন বিষয়টি বিবেচনায় রাখতে হয়?
√ক. সেবার মনোভাব
খ. মুদ্রাস্ফীতি
গ. নমনীয়তা
ঘ. সৃজনশীলতা
Source- courstika