বাংলা (আবশ্যিক) প্রথম পত্র । সৃজনশীল প্রশ্ন
১. বাবা-মা হারা রেজা তার চাচা আমজাদ সাহেবের কাছে থাকে। রেজার একটি
হাত ও একটি পা নেই। তবু সে থেমে থাকে না। ক্লাসে ভালো ফলাফল করায়
শিক্ষকগণ তাকে স্নেহ করেন। সহপাঠীরা তাকে সহযোগিতা করে। তবে কেউ
কেউ তাকে নিয়ে তামাশা করে। ফলে অনেক সময় মন খারাপ হয়। চাচা তাকে
বলে, “মন খারাপ করো না, এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে তুমি
সবাইকে দেখিয়ে দাও যে তুমিও পার।”
ক. সুভার মা সæভার প্রতি বিরক্ত ছিলেন কেন?
খ. সুভা মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত কেন?
ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের রেজার সাথে ‘সুভা’ গল্পের সুভার সাদৃশ্য ব্যাখ্যা কর।
ঘ. সুভার বাবা-মায়ের মানসিকতা যদি রেজার চাচার মতো হতো তবে
সুভার পরিণতি অন্য রকম হতে পারত উক্তিটি বিশ্লেষণ কর।
২. জরিনা ৭০ বছরের বৃদ্ধা। অসুস্থতার কারণে সবাই তাকে সংসারের বোঝা মনে
করে। অথচ ১৯ বছর বয়সে বিবাহ হওয়ার পর থেকে সংসারের বেড়াজালে সে
বাঁধা ছিল। অবজ্ঞার কথা ভেবে সংসার ছেড়ে চলে যেতে ইচ্ছে হয়। কিন্তু স্বামীসন্তান, আত্মীয়-স্বজনের মায়া ত্যাগ করতে পারে না।
ক. নিমের কচি পাতাগুলো অনেকে খায় কেন?
খ. কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সাথে ‘নিমগাছ’ গল্পের সাদৃশ্য ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘নিমগাছ’ গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করে কি? তোমার উত্তরের
সপক্ষে যুক্তি দাও।
৩. বিএ পাস করার পর আজিজ সাহেব একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে উচ্চপদে
চাকরি নেন। অবৈধ রোজগারে অল্পসময়ে তিনি বাড়ি-গাড়ির মালিক হয়ে যান।
অর্থ-সম্পদের মালিক হওয়াই তার একমাত্র লক্ষ্য। অপরদিকে, জাহিদ সাহেবের
স্ত্রী সুযোগ বুঝে টাকা-পয়সা কামিয়ে নেয়ার পরামর্শ দিলে তিনি বলেন, “অর্থ-
সম্পদ মানুষকে সুখ দিতে পারে না; বরং ধ্বংস ডেকে আনে।”
ক. শিক্ষার আসল কাজ কী?
খ.অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি’ বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন?
গ. উদ্দীপকে জাহিদ সাহেব তার স্ত্রীর প্রস্তাবে রাজি না হওয়ার কারণ ‘শিক্ষ
ও মনুষ্যত্ব’ প্রবন্ধের আলোকে ব্যাখ্যা কর। ৩
ঘ. “উদ্দীপকের আজিজ সাহেবের মানসিকতার পরিবর্তনই ‘শিক্ষা ও
মনুষ্যত্ব’ প্রবন্ধের মূল উদ্দেশ্য”উক্তিটি বিশ্লেষণ কর। ৪
৪. দৃশ্যকল্প-১ : “বিদেশি সেনার কামানে-বুলেটে বিদ্ধ
নারী শিশু আর যুবক-জোয়ান বৃদ্ধ
শত্রæ সেনারা হত্যার অভিযানে”
দৃশ্যকল্প-২ : “স্বদেশের তরুণ হাতে
নিত্য বেজেছে অবিরাম
মেশিনগান, মর্টার গ্রেনেড।”
ক. স্বাধীন বাংলা বেতারে আবু মোহাম্মদ আলী কার ছদ্ম নাম ছিল?
খ.এইভাবে দ্বিধা-দ্ব›েদ্ব কেটেছে দু’দিন দু’রাত।’ কেন এ দ্বিধা-দ্ব›দ্ব?
বুঝিয়ে লেখ।
গ. দৃশ্যকল্প-১ এ ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন দিকটি ফুটে উঠেছে?
ব্যাখ্যা কর।
ঘ. দৃশ্যকল্প-২ এ ‘একাত্তরের দিনগুলি’ রচনার মূল চেতনাকে ধারণ করে
কি? যৌক্তিক মতামত দাও।