টানেলের প্রকল্প পরিচালক হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘প্রত্যাশিত গতিতে চলছে টানেল নির্মাণের কাজ। এরই মধ্যে সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৬৬ শতাংশ। আশা করছি নির্ধারিত সময়ের কিছুটা আগেই শেষ হবে টানেল তৈরির কাজ।’ জানা যায়, কর্ণফুলী নদীর তলদেশে বাংলাদেশের প্রথম টানেল নির্মাণ ঘিরে চলছে বিরামহীন কর্মযজ্ঞ। কর্ণফুলীর তলদেশ, নদীর শহর প্রান্ত, আনোয়ারা উপজেলা প্রান্তসহ দুই তীরে চলছে টানেলের অবকাঠোমোগত উন্নয়ন কাজ। এতে দিনরাত পরিশ্রম করে নদীর তলদেশকে টানেলে রূপান্তর করতে কাজ করছেন দেশি-বিদেশি হাজারো শ্রমিক। এরই মধ্যে খনন শেষ হওয়া প্রথম টিউবটি যান চলাচলের উপযোগী করতে চলছে অবকাঠামোগত উন্নয়নকাজ। ওই টিউবে চলছে সড়ক তৈরি ও অন্যান্য উন্নয়নকাজ। দ্বিতীয় টিউব খননের কাজও চলছে দ্রুততার সঙ্গে। এরই মধ্যে দ্বিতীয় টিউব খনন হয়েছে ৭৫০ মিটার। নদীর দুই তীরবর্তী এলাকাকে টানেলের সঙ্গে যুক্ত করতে সংযোগসড়ক তৈরির কাজও চলছে বেশ দ্রুত। সংযোগসড়কের সঙ্গে যুক্ত উড়ালসড়ক তৈরির কাজও চলছে সমানতালে। এরই মধ্যে কিছু কিছু জায়গায় বসানো হয়েছে স্লাব। আবার কিছু এলাকায় চলছে গার্ডার তৈরির কাজ। সংযোগসড়কের ব্রিজ ও কালভার্ট তৈরির কাজও চলছে অভিন্নভাবে।