
ফিনান্স ও ব্যাংকিং ৩য় অধ্যায় mcq
১. অর্থের সময়মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি?
● সুদের হার
খ মুদ্রা নীতি
গ অর্থের তারল্য
ঘ বর্ধিত মুনাফা
২. সুদাসলের ওপর প্রদান করা হয় নিচের কোনটি?
ক সরল সুদ
● চক্রবৃদ্ধি সুদ
গ মোট সুদ
ঘ নিট সুদ
৩. বাট্টাকরণ প্রক্রিয়া বলতে বোঝায়-
i. বাট্টার পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া
ii. অর্থের বর্তমান মূল্য নির্ধারণ প্রক্রিয়া
iii. সুদাসলকে সুদের হার দ্বারা ভাগের প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
● ii ও iii
ঘ i, ii ও iii
৪. নিচের কোনটির ক্ষেত্রে অর্থের সময়মূল্যের গুরুত্ব অপরিসীম?
ক সুদের হার নির্ধারণ
● বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ
গ আর্থিক অবস্থা নিরূপণ
ঘ ঋণের কিস্তি হ্রাস করা
৫. জনাব হারুন প্রভিডেন্ট ফান্ড থেকে কিছু টাকা তুলে ১২% সুদে ডিজিটাল ব্যাংকে ৫ বছরের জন্য রাখতে চাইলে ব্যাংক মেয়াদ শেষে তাকে ৫,০০,০০০.০০ টাকা দিতে চাইল। জনাব হারুন কত টাকা জমা রাখতে চান?
ক ২,০০,৭৩০.০০ টাকা
● ২,৮৩,৭২০.০০ টাকা
গ ৩,১৩,৫২০.০০ টাকা
ঘ ৪,৪০,০০০.০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৬, ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও
শুভ, সৈনিক ও মুন্না এই তিন বন্ধু একত্রে তাদের ব্যবসায়িক এলাকায় ‘কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং সেন্টার চালু করে। তাদের সার্ভিসিং সেন্টারের জন্য একটি কম্পিউটার ক্রয় করার আবশ্যকতা দেখা দেয়। ফলে স্থানীয় ব্যাংকসমূহের নিকট তারা ঋণ গ্রহণের প্রস্তাব করায় অ নামক ব্যাংকটি ২০% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে এবং ই ব্যাংক মাসিক ১০% চক্রবৃদ্ধি সুদে ২ বছর পর ঋণ পরিশোধ করার শর্তে ৫০,০০০/= টাকার ঋণ প্রদানে সম্মত হয়।
৬. কোন পদ্ধতি অনুসরণ করে বর্তমান মূল্য নির্ণয় করা হয়?
ক চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি
● বাট্টাকরণ পদ্ধতি
গ সরল সুদ নির্ণয়ের মাধ্যমে
ঘ EAR এর মাধ্যমে
৭. ‘অ’ ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে তাদেরকে কত টাকা পরিশোধ করতে হবে?
ক ৫০,০০০ টাকা
খ ৬০,০০০ টাকা
গ ৬২,০০০ টাকা
● ৭২,০০০ টাকা
৮. ‘ই’ ব্যাংক হতে ঋণ নেয়া হলে কত টাকা সুদ পরিশোধ করতে হতো?
ক ১০,৫৫৫.২০ প্রায়
● ১১,০১৯.৫৫ প্রায়
গ ১১,০৩০.২০ প্রায়
ঘ ১৩,০১৯.৫০ প্রায়
নিচের উদ্দীপকটি পড় এবং ১০নং প্রশ্নের উত্তর দাও :
শাওন তার বৃত্তির প্রাপ্ত ১,০০০ টাকা ১০% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ব্যাংকে জমা রাখে। ২ বছর পর সে সুদসহ জমাকৃত অর্থ তুলে নেয়।
১০. শাওন কত টাকা পেল?
ক ১,১০০ টাকা
খ ১,২০০ টাকা
● ১,২১০ টাকা
ঘ ১,২০০ টাকা
Source- courstika