ফিন্যান্স ও ব্যাংকিং MCQ- 1

ফিন্যান্স ও ব্যাংকিং ১ম অধ্যায় mcq
১. নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কিরূপ?
ক ঊর্ধ্বমুখী
● বিপরীত
গ নিম্নমুখী
ঘ সমানুপাত
২. কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা হলো-
i. পর্যাপ্ত পরিমাণ অর্থ যোগান
ii. কয়েক মাসের জন্য মূলধন খাটানো
iii. অর্থ বণ্টন-সংক্রান্ত সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
● i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৩. ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কী?
ক সাফল্য অর্জন
খ সুনাম অর্জন
গ সম্পদ অর্জন
● মুনাফা অর্জন
৪. অর্থায়ন কী নিয়ে কাজ করে?
ক বিনিময় ব্যবস্থাপনা
● তহবিল ব্যবস্থাপনা
গ মূলধন ব্যবস্থাপনা
ঘ মুনাফা ব্যবস্থাপনা
৫. বিশ্বব্যাংক কোন জাতীয় অর্থায়নের সাথে জড়িত-
ক অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন
খ পারিবারিক অর্থায়ন
● সরকারি অর্থায়ন
ঘ আন্তর্জাতিক অর্থায়ন
৬. অর্থায়ন ব্যবস্থার নীতিমালা-
i. তারল্য বনাম মুনাফা নীতি
ii. উপযুক্ততার নীতি
iii. কারবারে বৈচিত্র্যায়ণ ও ঝুঁকি বণ্টন
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
● i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
সিলভা লিঃ ১০ কোটি টাকার শেয়ার বিক্রি করে। শেয়ারের মূল্য ২০০ টাকা
হওয়ায় সব শ্রেণির শেয়ার ক্রয় করতে পারে।
৭. সিলভা লিমিটেড কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান?
ক সমবায় সংগঠন
খ অংশীদার সংগঠন
● পাবলিক কোম্পানি
ঘ প্রাইভেট কোম্পানি
৮. সিলভা লিমিটেড কোম্পানির শেয়ারহোল্ডাররা পেতে পারে-
ক সুদ
খ কমিশন
গ বোনাস
● লভ্যাংশ
৯. পণ্য বাজারে প্রতিযোগিতার সৃষ্টি হয় কেন? (অনুধাবন)
ক দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুযোগ থাকায়
খ তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করায়
গ নিজস্ব মূলধন বিনিয়োগের সুযোগ থাকায়
● ব্যবসায় বাণিজ্যের কার্য পরিধি বৃদ্ধি পাওয়ায়
১০. কীভাবে উৎপাদন বা বিক্রয় খরচ ন্যূনতম রাখা সম্ভব হয়? (অনুধাবন)
ক আন্তর্জাতিক খাতে অর্থায়ন করে
খ সঠিক পণ্য নির্বাচন করে
● অর্থের সদ্ব্যবহার করে
ঘ তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করে
Source- courstika