ফিন্যান্স ও ব্যাংকিং - ৫ম অধ্যায় - MCQ-3
ফিনান্স ও ব্যাংকিং ৫ম অধ্যায় MCQ
১. নিচের কোনটি বিনিয়োগের একটি মূল্যায়ন প্রক্রিয়া?
● মূলধন বাজেটিং
খ অর্থের সময়মূল্য
গ বাট্টার হার নির্ধারণ
ঘ বিনিয়োগের ভবিষ্যৎ মূল্যনীতি
২. পে-ব্যাক সময় নির্ণয় সূত্র কোনটি?
ক বার্ষিক নগদ প্রবাহ বিনিয়োগ
● বিনিয়োগ বার্ষিক নগদ প্রবাহ
গ বিনিয়োগ বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ
ঘ বার্ষিক নগদ বহিঃপ্রবাহ বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ
৩. নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধানকে কী বলা হয়?
ক প্রারম্ভিক বিনিয়োগ
খ নগদ বহিঃপ্রবাহ
গ মোট চলতি ব্যয়
● মোট অবচয়
৪. মূলধন বাজেটিং-এর পদ্ধতিসমূহ নিচের কোনটির জন্য গুরুত্বপূর্ণ?
● প্রকল্প নির্বাচন
খ প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ
গ বিনিয়োগের লাভজনকতা নির্ণয়
ঘ প্রকল্পের মুনাফার হার নির্ণয়
৫. ডাঃ শামীমা নিজস্ব অর্থায়নে একটি হাসপাতাল স্থাপন ও পরিচালনা করেন। মূলধন বাজেটিংয়ের সাহায্যে তিনি নিচের কোন সিদ্ধান্ত নিবেন?
ক রোগীর ওষুধ ক্রয়
● এক্স-রে মেশিন ক্রয়
গ ওষুধের মূল্য নির্ধারণ
ঘ হাসপাতাল ভবনের রং পরিবর্তন
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ প্রশ্নের উত্তর দাও :
সিমান্ত কোম্পানির প্রধান নির্বাহী মিসেস বর্ণা একটি নতুন প্রকল্পে বিনিয়োগের লাভজনকতা নির্ণয়ের পূর্বে পর পর ৪ বছরের মুনাফার সাথে অবচয় যোগ না করেই মোট মুনাফাকে ৪ দ্বারা ভাগ করেন, কিন্তু মোট বিনিয়োগকে ২ দ্বারা ভাগ করেন।
৬. মিসেস বর্ণার অনুসৃত পদ্ধতি কোনটি?
● গড় মুনাফা হার
খ পে-ব্যাক সময়
গ নিট বর্তমান মূল্য
ঘ অভ্যন্তরীণ মুনাফার হার
৭. উদ্দীপকে নির্দেশিত পদ্ধতিটির সীমাবদ্ধতা হলো-
i. অর্থের সময় মূল্য উপেক্ষিত
ii. সকল নগদ প্রবাহের মূল্য সমান
iii. মুনাফা ও বিনিয়োগকে ভিন্ন সংখ্যা দ্বারা ভাগ
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i, ii ও iii
৮. মূলধন বাজেটিং প্রক্রিয়ায় জড়িত ধাপ-
● বাট্টার হার নির্ধারণ
খ মুনাফার হার নির্ধারণ
গ ঝুঁকির হার নির্ধারণ
ঘ সুদের হার নির্ধারণ
৯. গড় মুনাফার হার নির্ণয়ের সূত্র কোনটি?
ক গড় মোট মুনাফাগড় বিনিয়োগ
● গড় নিট মুনাফাগড় বিনিয়োগ
গ গড় মোট মুনাফামোট বিনিয়োগ
ঘ গড় নিট মুনাফামোট বিনিয়োগ
১০. মূলধন বাজেটিং-এর পদ্ধতি কয়টি?
ক দুইটি
খ তিনটি
● চারটি
ঘ পাঁচটি
Source- courstika