
প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে শুরু হবে এই মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের ২৯ তারিখ। এ জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পঞ্চম শ্রেণির চলমান বার্ষিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) ১৯ ডিসেম্বর শেষ করে ২০ ডিসেম্বরের মধ্যে উত্তরপত্র দেখার নির্দেশ দিয়েছে । ২১ ডিসেম্বর পঞ্চম শ্রেণির মূল্যায়নের ফলাফল প্রকাশ করতে হবে ।
এক দিনেই দুই ঘণ্টায় হবে এ পরীক্ষা। বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে হবে পরীক্ষা। মোট ১০০ নম্বরের পরীক্ষায় প্রতিটি বিষয় ২৫ নম্বর করে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দেশের সব উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার কাছে বৃত্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণের বিষয়ে নির্দেশ দেওয়া হয়। ২৯ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এর পূর্বে ২৭ ডিসেম্বরের মধ্যে বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণসহ অন্যান্য কাজ করতে হবে।
বলা হয়েছে বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য ১০ শতাংশ শিক্ষার্থীকে বাছাই করা হবে। বাছাই করা ১০ শতাংশ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। বাকিরা এ সুযোগ পাবে না। অবশ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনাপত্রে কীভাবে ১০ শতাংশ শিক্ষার্থীকে বাছাই করা হবে, সেটি উল্লেখ করা হয়নি।
তথ্য সূত্রঃ- https://www.prothomalo.com/education/examination/dvmyicf46l