পঞ্চম শ্রেণি - বাংলা - সমার্থক শব্দ (২৬-৫০)
২৬। মাতা: মা, জননী, গর্ভধারিণী, আম্মা।
২৭। মেঘ: জলদ, জলধর, বারিদ, নীরদ।
২৮। মন: পরাণ, অন্তর, চিত্ত, মনোজগৎ।
২৯। রাজা: নৃপতি, নরপতি, মহীপতি।
৩০। রাত: রাত্রি, যামিনী, রজনী, নিশি।
৩১। রানি: রাজ্ঞী, সম্রাজ্ঞী, রাজপত্নী।
৩২। সমুদ্র: সাগর, অর্ণব, জলনিধি।
৩৩। সূর্য: তপন, রবি, দিবাকর, প্রভাকর।
৩৪। সাপ: সর্প, ফণী, আশীবিষ, অহি।
৩৫। সোনা: স্বর্ণ, কনক, কাঞ্চন সুবর্ণ।
৩৬। সিংহ: কেশরী, মৃঘরাজ, পশুরাজ।
৩৭। হাতি: হস্তী, দণ্ডী, করী, গজ।
৩৮। হরিণ: মৃগ, কুরঙ্গ, সুনয়ন।
৩৯। বন্ধু: সখা, প্রিয়।
৪০। আলো: আভা, কিরণ।
৪১। ক্ষুদ্র: ছোট, নিম্ন।
৪২। জননী: মা, গর্ভধারিণী।
৪৩। স্বজন: আপনজন, আত্মীয়।
৪৪। সমুদ্র: সাগর, সিন্ধু।
৪৫। দেশ: জন্মভূমি, মাতৃভূমি।
৪৬। আকাশ: গগন, আসমান।
৪৭। জগৎ: পৃথিবী, বিশ্ব।
৪৮। মরণ: মৃত্যু, ইন্তেকাল।
৪৯। ইঙ্গিত: সংকেত, ইশারা।
৫০। সিন্ধু: সাগর, জলরাশি।
সূত্রঃ প্রথম আলো ।