৯৯। মহানবি (সা.)-এর আকিকা কে করেছিলেন?
(ক) তাঁর দাদা (খ) তাঁর চাচা
(গ) তাঁর স্ত্রী (ঘ) তিনি নিজেই√
১০০। রাসূল (সা.) কয় সময় সালাত পড়তে নিষেধ করেছেন?
(ক) ২ (খ) ৩√
(গ) ৪ (ঘ) ৫
১০১। “সাওম হচ্ছে ঢালস্বরূপ” কোন হাদিস?
(ক) বুখারি√ (খ) তিরমিজি
(গ) তিরবানি (ঘ) সহীহ
১০২। জিলহজ মাসের কত তারিখে কুরবানি করতে হয়?
(ক) ১০, ১১ ও ১২√ (খ) ৮, ৯ ও ১০
(গ) ৯, ১০ ও ১১ (ঘ) ১২, ১৩ ও ১৪
১০৩। আকিকা করা কী?
(ক) সুন্নত√ (খ) ওয়াজিব
(গ) ফরজ (ঘ) মুস্তাহাব
১০৪। হজের প্রথম ফরজ কোনটি?
(ক) তাওয়াফে জিয়ারত
(খ) আরাফাতে অবস্থান
(গ) ইহরাম বাঁধা√
(ঘ) কুরবানি করা
১০৫। কিসের মাধ্যমেই আল্লাহর প্রতি বান্দার চরম আনুগত্য প্রকাশ পায়?
(ক) সাওমের মাধ্যমে
(খ) হজের মাধ্যমে
(গ) পিতামাতার আনুগত্যের মাধ্যমে
(ঘ) সালাতের মাধ্যমে√
১০৬। সংযম, ত্যাগ, দান, ধৈর্য সহানুভূতি ইত্যাদি চারিত্রিক গুণের কীভাবে বিকাশ ঘটে?
(ক) সালাতের মাধ্যমে (খ) সাওমের মাধ্যমে√
(গ) জাকাতের মাধ্যমে (ঘ) কুরবানির মাধ্যমে
১০৭। সুবহি সাদিক থেকে শুরু করে সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত কোন নামাজের ওয়াক্ত?
(ক) ফজর√ (খ) জোহর
(গ) আসর (ঘ) মাগরিব
১০৮। সালাতের প্রত্যেক রাকাতে কোন সূরাটি পড়তে হয়?
(ক) সূরা ফিল (খ) সূরা নাস
(গ) সূরা ইখলাস (ঘ) সূরা ফাতিহা√
১০৯। ‘সালাত কায়েম কর’-এটি কোন সূরার কত নম্বর আয়াত?
(ক) সূরা রহমান-৩৬ (খ) সূরা মরিয়ম-৭৮
(গ) সূরা বনি ইসরাইল-৭৮√
(ঘ) সূরা ইয়াসিন-৩৯
১১০। সাওমের উদ্দেশ্য কী?
(ক) তাকওয়া অর্জন করা√
(খ) সহানুভূতিশীল হওয়া
(গ) সহনশীলতা অর্জন করা
(ঘ) ক ও খ উভয়ই
১১১। জাকাত দিলে কী হয়?
(ক) ধনী গরিবের ব্যবধান কমে যায়√
(খ) বৈরিতা সৃষ্টি হয়
(গ) সমাজে অশান্তি সৃষ্টি হয়
(ঘ) খ ও গ
১১২। শরীর, পোশাক, স্থান ও পরিবেশ পরিষ্কার, পরিপাটি, নির্মল ও ময়লামুক্ত অবস্থাকে কী বলে?
(ক) অকপটতা (খ) কলুষতা
(গ) পরিচ্ছন্নতা√ (ঘ) অপরিচ্ছন্নতা
১১৩। কুরবানি শব্দের অর্থ কী?
(ক) নৈকট্য (খ) ত্যাগ
(গ) উৎসর্গ (ঘ) বর্ণিত সব কয়টি√
১১৪। মাসারিফ শব্দের অর্থ কী?
(ক) আয়ের খাতসমূহ (খ) মুনাফার খাতসমূহ
(গ) ব্যয়ের খাতসমূহ√ (ঘ) বর্ণিত সব কয়টি
১১৫। পরিবেশ পবিত্র না থাকলে নিচের কোনটি পবিত্র রাখা যায় না?
(ক) শরীর (খ) পোশাক
(গ) স্থান (ঘ) ক ও খ√
১১৬। নিসাবের কত অংশ জাকাত দিতে হয়?
(ক) পঁচিশ ভাগের এক ভাগ
(খ) ত্রিশ ভাগের এক ভাগ
(গ) পঁয়ত্রিশ ভাগের এক ভাগ
(ঘ) চল্লিশ ভাগের এক ভাগ√
১১৭। হজ শব্দের অর্থ কী?
(ক) ইচ্ছা করা
(খ) সংকল্প করা
(গ) কোনো সম্মানিত স্থান দর্শনের সংকল্প করা
(ঘ) উপরের সব কয়টি√
১১৮। সাওমের পুরস্কার কীভাবে (আল্লাহ) দিবেন?
(ক) স্বয়ং আল্লাহতায়ালা√
(খ) ফেরেশতার মাধ্যমে
(গ) দুনিয়াতে শান্তি দিয়ে
(ঘ) বিপদ থেকে মুক্ত রেখে
১১৯। পবিত্র কুরআন মজিদে আল্লাহতায়ালা সালাতের সঙ্গে কিসের কথা উল্লেখ করেছেন?
(ক) সাওমের হজ (খ) হজ (রা.)
(গ) জাকাতের√ (ঘ) ইমানের
১২০। ধনীদের সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে এটি কার বাণী?
(ক) আল্লাহর√ (খ) নবি রাসূলগণের
(গ) মহানবি (সা.) (ঘ) বিজ্ঞ ও জ্ঞানীদের
উত্তর : ৯৯ঘ ১০০খ ১০১ক ১০২ক ১০৩ক ১০৪গ ১০৫ঘ ১০৬খ ১০৭ক ১০৮ঘ ১০৯গ ১১০ক ১১১ক ১১২গ ১১৩ঘ ১১৪গ ১১৫ঘ ১১৬ঘ ১১৭ঘ ১১৮ক ১১৯গ ১২০ক।
সুত্রঃ যুগান্তর ।