গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন
১। রাজনৈতিক দলের উপস্থিতি কোন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য?
ক) গণতান্ত্রিক খ) একনায়কতান্ত্রিক
গ) রাজতান্ত্রিক ঘ) ধর্মতান্ত্রিক
২। কত সাল পর্যন্ত উগান্ডায় রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল?
ক) ১৯৭৪ সাল খ) ১৯৯৯ সাল
গ) ২০০৫ সাল ঘ) ২০১২ সাল
৩। নিচের কোন দেশটিতে রাজনৈতিক দলের অস্তিত্ব নেই?
ক) বাংলাদেশ খ) সৌদি আরব
গ) ভারত ঘ) আমেরিকা
৪। প্রত্যেক রাজনৈতিক দলের একটি কী থাকে?
ক) ব্যক্তিগত কাঠামো খ) দলীয় কাঠামো
গ) সামাজিক কাঠামো ঘ) প্রাতিষ্ঠানিক কাঠামো
৫। রাজনৈতিক দলের প্রধান কাজ কী?
ক) সরকার গঠন করা
খ) প্রধানমন্ত্রী নির্বাচন করা
গ) বিরোধী দলে থাকা
ঘ) দল তৈরি করা
৬। এ দেশের সবচেয়ে পুরোনো ও বৃহত্তম রাজনৈতিক দল কোনটি?
ক) জাতীয় পার্টি খ) বিএনপি
গ) আওয়ামী লীগ ঘ) জাসদ
৭। আওয়ামী লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৪০ সালে খ) ১৯৪৯ সালে
গ) ১৯৫২ সালে ঘ) ১৯৭০ সালে
৮। আওয়ামী লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয় কত সালে?
ক) ১৯৪০ সালে খ) ১৯৪৯ সালে
গ) ১৯৫৫ সালে ঘ) ১৯৭১ সালে
৯। কোন দলের নেতৃত্বে আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়?
ক) জাতীয় পার্টি খ) বিএনপি
গ) আওয়ামী লীগ ঘ) জাসদ
১০। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৭০ খ) ১৯৭৮
গ) ১৯৮০ ঘ) ১৯৯১
১১। জাতীয় পার্টি-
i) ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়
ii) হুসেইন মো. এরশাদ এর প্রতিষ্ঠাতা
iii) এ দলের পাঁচটি আদর্শ রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। স্বাধীন বাংলাদেশে কত সালে জামায়াতে ইসলামীর আত্মপ্রকাশ ঘটে?
ক) ১৯৭৯ খ) ১৯৮০
গ) ১৯৮৮ ঘ) ১৯৯১
১৩। এ দেশে কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ কে?
ক) কমরেড মনিসিং
খ) কমরেড মোজাফফর আহমেদ
গ) কমরেড সূর্যসেন
ঘ) কমরেড জ্যোতিবসু
১৪। ১৯৭২ সালের ৩১ অক্টোবর কোন রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা লাভ করে?
ক) বিএনপি খ) জাতীয় পার্টি
গ) বাসদ ঘ) জাসদ
১৫। বিএনপি’র প্রতিষ্ঠাতা কে?
ক) খালেদা জিয়া খ) বদরুদ্দোজা চৌধুরী
গ) তারেক জিয়া ঘ) জিয়াউর রহমান
১৬। নির্বাচন কত প্রকার?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
উত্তর : ১.ক ২.গ ৩.খ ৪.ঘ ৫.ক ৬.গ ৭.খ ৮.গ ৯.গ ১০.খ ১১.ঘ ১২.ক ১৩.ক ১৪.ঘ ১৫.ঘ ১৬.ক।
সুত্রঃ যুগান্তর ।