নবম শ্রেণি - জীববিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন (১-১০) l অধ্যায় ৬
প্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমার লেখা লিখছি। আশা করি, তোমরা আসন্ন পরীক্ষার জন্য ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছ। আজকের আলোচনায় আমি নবম শ্রেণি - জীববিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্ন (১-১০) l অধ্যায় ৬ নিয়ে আলোচনা করব ।
১. প্রোটোপ্লাজমের শতকরা কত ভাগ পানি?
ক. ৬০ ভাগ খ. ৭০ ভাগ
গ. ৮০ ভাগ ঘ. ৯০ ভাগ
২. ‘ফ্লুইড অব লাইফ’ বলা হয় কোনটিকে?
ক. অ্যান্ডোপ্লাজম খ. প্রোটোপ্লাজম
গ. পানি ঘ. সাইটোপ্লাজম
৩. কলয়েডজাতীয় শুকনা বা আধা শুকনা পদার্থ তরল শুষে নেয় কোন প্রক্রিয়ায়?
ক. অভিস্রবণ খ. ব্যাপন
গ. ইমবাইবিশন ঘ. প্রস্বেদন
৪. নিচের কোনটি গুরুত্বপূর্ণ দ্রাবক?
ক. বেনজিন খ. ইথিলিন
গ. পানি ঘ. অ্যালকোহল
৫. কোনটি হাইড্রোফিলিক পদার্থ?
ক. সেলুলোজ খ. লিগনিন
গ. ট্যানিন ঘ. কাইটিন
৬. বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় কোনো পদার্থের অণু ছড়িয়ে পড়লে তাকে কী বলে?
ক. অভিস্রবণ খ. ব্যাপন
গ. ইমবাইবিশন ঘ. প্রস্বেদন
৭. অভিস্রবণ প্রক্রিয়া ঘটতে হলে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে কী দ্বারা পৃথক করতে হবে?
ক. ভেদ্য পর্দা খ. বৈষম্যভেদ্য পর্দা
গ. অভেদ্য পর্দা ঘ. যেকোনো পর্দা
৮. উদ্ভিদে পানি সরবরাহ করতে হয়—
i. প্রোটোপ্লাজমকে বাঁচানোর জন্য
ii. প্রস্বেদন কমানোর জন্য
iii. সালোকসংশ্লেষণ চালু রাখার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. উদ্ভিদে ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে—
i. কোষপ্রাচীর
ii. নিউক্লিয়ার মেমব্রেন
iii. প্রোটোপ্লাজম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. উদ্ভিদ মূলরোমের সাহায্যে কোন পানি শোষণ করে?
ক. কৈশিক পানি খ. কণাজাত পানি
গ. জলীয় বাষ্প ঘ. অভিকর্ষীয় পানি
সঠিক উত্তর
অধ্যায় ৬: ১.ঘ ২.গ ৩.গ ৪.গ ৫.ক ৬.খ ৭.খ ৮.খ ৯.খ ১০.ক
✎ মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা