প্রথম অধ্যায় : জীবন পাঠ - জ্ঞানমূলক প্রশ্ন
১। শ্রেণিবিন্যাসের একক কী?
উত্তর : জীবের শেণিবিন্যাসের প্রতিটি ধাপই শ্রেণিবিন্যাসের একক।
২। প্রজাতি কী?
উত্তর : শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন এককই প্রজাতি।
৩। ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম কী?
উত্তর : ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম হলো Plasmodium vibax
৪। প্লাঙ্কটন কাকে বলে?
উত্তর : পানিতে ভাসমান ক্ষুদ্র জীবদের প্লাঙ্কটন বলে।
৫। ফলিত জীববিজ্ঞান কী?
উত্তর : জীববিজ্ঞানের যে শাখায় জীবনসংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো আলোচনা করা হয় তাই ফলিত জীববিজ্ঞান।
৬। দেহকোষ কাকে বলে?
উত্তর : বহুকোষী জীবের দেহ গঠনে যেসব কোষ অংশগ্রহণ করে তাদের দেহকোষ বলে।
৭। শ্রেণিবিন্যাস কী?
উত্তর : পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ওপর ভিত্তি করে জীবকে বিভিন্ন দলে বিভক্তিকরণই শ্রেণিবিন্যাস।
৮। ধানের বৈজ্ঞানিক নাম কী?
উত্তর : ধানের বৈজ্ঞানিক নাম হলো Oryza sativa
৯। কোষের গঠন আলোচনা করা হয় কোন শাখায়?
উত্তর : জীববিজ্ঞানের ভৌত শাখা কোষবিদ্যায় কোষের গঠন আলোচনা করা হয়।
১০। ICZN-এর পূর্ণরূপ কী?
উত্তর : ICZN-এর পূর্ণরূপ হলো International Code of Zoological Nomenclature
১১। জীববিজ্ঞান কী?
উত্তর : বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, জৈবনিক ক্রিয়া এবং জীবনধারণ সম্পর্কে সম্যক বৈজ্ঞানিক জ্ঞান পাওয়া যায় তাই জীববিজ্ঞান।
১২। বংশগতিবিদ্যা কী?
উত্তর : জীববিজ্ঞানের যে শাখায় জীবের বংশগতি ও প্রকরণের রীতিনীতি আলোচিত হয় তাকে জিনতত্ত্ব বা বংশগতিবিদ্যা বলে।
১৩। শারীরবিদ্যা কী?
উত্তর : বিজ্ঞানের যে ভৌত শাখায় জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি, যেমন—শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাই শারীরবিদ্যা।
১৪। ট্যাক্সন কী?
উত্তর : জীবের শ্রেণিবিন্যাসের প্রতিটি একক বা ধাপই হলো ট্যাক্সন।
১৫। শ্রেণিবিন্যাসের মূল লক্ষ্য কী?
উত্তর : শ্রেণিবিন্যাসের মূল লক্ষ্য হলো এই বিশাল ও বৈচিত্র্যময় জীবজগেক সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা।