১১. ‘শুভেচ্ছা’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
ক. শুভ + অচ্ছা খ. শুভ + এচ্ছা
গ. শুভ + ইচ্ছা ঘ. শুভে + ইচ্ছা
১২. ‘শীতার্ত, শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. শীত + ঋত খ. শীত + আর্ত
গ. শিত + ঋত ঘ. শিত + অর্ত
১৩. ‘মতৈক্য’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. মত + এক খ. মত + ঐক্য
গ. মতঃ + এক ঘ. মতঃ + ঐক্যঃ
১৪. ‘রবীন্দ্র’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. রব + ইন্দ্র খ. রবী + ইন্দ্র
গ. রবি + ইন্দ্র ঘ. রবি + ঈন্দ্র
১৫. ‘প্রত্যুষ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. প্রত্য + উষ খ. প্রত্য + ঊষ
গ. প্রতি + উষ ঘ. প্রতি + ঊষ
১৬. ‘অন্বেষণ’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. অন্ব + এষণ খ. অনু + এষণ
গ. অন্ব + ষণ ঘ. অনু + ষণ
১৭. ‘গায়ক’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. গা + অক খ. গৈ + অক
গ. গায় + ক ঘ. গা + য়ক
১৮. ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. গব + এষণা খ. গো + এষণা
গ. গো + ষণা ঘ. গ + বেষণা
১৯. ‘নাবিক’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. না + ই খ. নো + ইক
গ. না + বিক ঘ. নৌ + ইক
২০. ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?
ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি
গ. বিসর্গ সন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর
সন্ধি: ১১.গ ১২.ক ১৩.খ ১৪.গ ১৫.ঘ ১৬.খ ১৭.খ ১৮.খ ১৯.ঘ ২০.খ