এসএসসি - বাংলা ১ম পত্র | নাটক - বহিপীর : বহুনির্বাচনি প্রশ্ন - ০২
এসএসসি - বাংলা ১ম পত্র | বহিপীর : বহুনির্বাচনি প্রশ্ন - ০২
নাটক-বহিপীর
২১. ‘বহিপীর’ নাটকটি কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়?
ক. ১৯৫৭ সালে খ. ১৯৫৮ সালে গ. ১৯৫৯ সালে ঘ. ১৯৬০ সালে
২২. ‘বহিপীর’ নাটকের দ্বিতীয় অঙ্কে কয়টি কামরায় লন্ঠন জ্বালানো থাকবে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
২৩. বহিপীরের মতে, মানুষ কী দিয়ে সবকিছু বিচার করে?
ক. মন দিয়ে খ. বুদ্ধি দিয়ে গ. সময়ের দীর্ঘতা দিয়ে ঘ. সময়ের স্বল্পতা দিয়ে
২৪. ‘ওই কামরায় একবার ঢুকিলে সে যেন জোঁকের মতো লাগিয়া থাকে।’—উক্তিটি কার উদ্দেশে করা হয়েছে?
ক. বহিপীর খ. হাতেম আলি গ. হাশেম ঘ. তাহেরা
২৫. হকিকুল্লাহ পুলিশ ডাকল না কেন?
ক. বহিপীর পরে আফসোস করবে বলে
খ. ঝামেলা বাড়বে বলে
গ. বিপদ সামলে উঠতে পারবে না বলে
ঘ. টাকা খরচ হবে বলে
২৬. বহিপীরের মতে, জোরজুলুম করে কাকে বশ করা যায়?
ক. পাগলা ঘোড়াকে খ. পাগল মানুষকে গ. পাগলা হাতিকে ঘ. হিংস্র জানোয়ারকে
২৭. তাহেরার পালিয়ে যাওয়ার বিষয়টিকে বহিপীর বলেছেন—
i. কাপুরুষের লক্ষণ ii. বীরত্বের পরিচয় iii. অসাধারণত্বের পরিচয়
২৮. নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জিনিয়া একটি টিয়া পাখি এনে খাঁচায় বন্দী করে রেখে দেয়। সে শখ করে পাখিটির সেবাযত্ন করে। কয়েক দিন পর তার বাবা পাখিটিকে দেখতে পেয়ে খাঁচা থেকে ছেড়ে দেয়। পাখিটি উড়ে চলে যেতে দেখে তিনি বলে ওঠেন, এত দিনে পাখিটি নতুন জীবন পেল।
২৮. উদ্দীপকের জিনিয়ার বাবার মতো ‘বহিপীর’ নাটকের তাহেরার নতুন জীবনের কথা বলেছিলেন—
ক. হকিকুল্লাহ খ. হাতেম আলি গ. বহিপীর ঘ. খোদেজা
২৯. উদ্দীপকের মূল বক্তব্যে প্রকাশ পেয়েছে—
i. স্বাধীনতায় জীবনের পূর্ণতা আসে
ii. বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে
iii. স্বাধীনতা হীনতায় কেউ বাঁচতে চায় না
২৯. নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য একটি লোক আরও কত রকম সমস্যার সম্মুখীন হতে পারে।’—কথাটা কে বলেছে?
ক. হাতেম আলি খ. খোদেজা গ. তাহেরা ঘ. হাশেম
৩১.‘যে মেয়ে ঘর ছেড়ে পালাতে পারে, সে অত সহজে ভয় পায় না।’—কার সম্পর্কে এ উক্তি করা হয়েছে?
ক. তাহেরা খ. খোদেজা গ. রাহেলা ঘ. রহিমা
৩২.‘একটা স্বপ্ন ভেঙে গেলে আরেকটা স্বপ্ন গড়তে পারব।’— এ উক্তির মাধ্যমে হাশেম চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পায়?
ক. স্বাধীনতা খ. আত্মবিশ্বাসী গ. স্বার্থপরতা ঘ. উগ্রতা
৩৩. বিয়ের রাতে তাহেরা কাকে সঙ্গে নিয়ে পালিয়ে গিয়েছিল?
ক. আপন ভাইয়ের সঙ্গে খ. নাবালেগ চাচাতো ভাইয়ের সঙ্গে গ. চাচার সঙ্গে ঘ. মামাতো ভাইয়ের সঙ্গে
৩৪. ‘বহিপীর’ নাটকের শেষ সংলাপটি কার?
ক. বহিপীরের খ. হাশেমের গ. খোদেজার ঘ. তাহেরার
৩৫. ‘আমাকে বিবি সাহেবা ডাকবেন না।’—তাহেরার এ উক্তিতে প্রকাশ পেয়েছে—
i. বদান্যতা ii. সমাজ-সংস্কারের প্রতি বিদ্রোহ iii. নারীর স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. তাহেরার চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
ক. লজ্জা খ. পীরপ্রীতি গ. বাস্তবজ্ঞান ঘ. সাহস
৩৭. তাহেরার মতে পীর সাহেব কেমন লোক?
ক. বুদ্ধিমান খ. প্রবঞ্চক গ. যুক্তিবাদী ঘ. আত্মবিশ্বাসী
৩৮. বহিপীর কোন শর্তে জমিদারকে টাকা কর্জ দিতে রাজি হয়?
ক. তাহেরার ভরণপোষণ দিতে হবে
খ. হাশেমকে তাহেরার জীবন থেকে সরে যেতে হবে
গ. তাহেরাকে তার সঙ্গে ফিরে যেতে হবে
ঘ. তাহেরাকে তার কথা বোঝাতে হবে
৩৯. ‘আমি কি বকরি ঈদের গরু-ছাগল নাকি?’—তাহেরার এ উক্তিতে কী প্রকাশ পেয়েছে?
ক. আনন্দ খ. ঘৃণা গ. অভিমান ঘ. প্রতিবাদ
৪০. ‘বহিপীর’ নাটকে প্রকাশ পেয়েছে—
ক. ধর্মান্ধতা খ. সামাজিক সংকট গ. মানবিক মূল্যবোধের প্রতি ধিক্কার ঘ. পীরের উদারতা
সঠিক উত্তরঃ
নাটক: বহিপীর: ২১.ঘ ২২.খ ২৩.গ ২৪.গ ২৫.ক ২৬.গ ২৭.গ ২৮.গ ২৯.ক ৩০.ক. ৩১.ক ৩২.খ ৩৩.খ ৩৪.গ ৩৫.ক ৩৬.ঘ ৩৭.ক ৩৮.গ ৩৯.ঘ ৪০.ক
সূত্র - প্রথম আলো।
নাটক - বহিপীর এর বহুনির্বাচনি প্রশ্ন - বাকি গুলো নিচের লাইনে দেখুন...
লিঙ্ক - ০১-২০ পর্যন্ত দেখতে(ক্লিক করুন)
৪১-৫০ পর্যন্ত দেখতে (ক্লিক করুন)