অধ্যায় ৭
১১. কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কী বলে?
ক. সরণ খ. ত্বরণ
গ. চলন ঘ. দূরত্ব
১২. বিষুব অঞ্চলে ‘g’ এর মান কত?
ক. ৯.৭০ মি/সে২ খ. ৯.৭৫ মি/সে২
গ. ৯.৭৮ মি/সে২ ঘ. ৯.৮০ মি/সে২
১৩. মেরু অঞ্চলে ‘g’ এর মান কত?
ক. ৯.৭৫ মি/সে২ খ. ৯.৭৮ মি/সে২
গ. ৯.৮৩ মি/সে২ ঘ. ৯.৯ মি/সে২
১৪. কার অভিকর্ষজনিত ত্বরণের মান পৃথিবীর ৬ ভাগের ১ ভাগ?
ক. সূর্যের খ. চাঁদের
গ. মহাকর্ষের ঘ. অভিকর্ষের
১৫. লিফটের রশি ছিঁড়ে গেলে লিফটের ভেতরে দাঁড়ানো ব্যক্তি কী অনুভব করবে?
ক. ওজন বৃদ্ধি খ. ওজনহীনতা
গ. ওজন একটু কম ঘ. সমান ওজন
১৬. অভিকষর্জ ত্বরণ কী দিয়ে প্রকাশ করা হয়?
ক. at খ. G
গ. g ঘ. M
১৭. অভিকর্ষজ ত্বরণের একক কী?
ক. মিটার খ. মিটার/সেকেন্ড
গ. কিমি/সেকেন্ড ঘ. মিটার/সেকেন্ড২
১৮. g-এর মান কোথায় সবচেয়ে কম?
ক. মেরু অঞ্চলে খ. বিষুব অঞ্চলে
গ. সাগরে ঘ. ভূপৃষ্ঠে
১৯. ভূপৃষ্ঠে g-এর আদর্শ মান কত?
ক. ৯.৩ মিটার/সেকেন্ড
খ. ৯.৫ মিটার
গ. ৯.৮ সেকেন্ড
ঘ. ৯.৮ মিটার/সেকেন্ড২
২০. কোনো বস্তুকে ওপর থেকে ছেড়ে দিলে কিসের প্রভাবে ভূমিতে পৌঁছাবে?
ক. অভিকর্ষ বল খ. ওজন
গ. বস্তুর ভর ঘ. ত্বরণ
সঠিক উত্তর
অধ্যায় ৭: ১১.খ ১২.গ ১৩.গ ১৪.খ ১৫.খ ১৬.গ ১৭.ঘ ১৮.খ ১৯.ঘ ২০.ক
সূত্রঃ প্রথম আলো ।